দুর্নীতিমুক্ত দেশ গঠনের লক্ষ্যে আজ দেশের উনিশটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের একশ দশটি জায়গায় হানা চালাল সিবিআই।
দেশের প্রধান তদন্তকারী সংস্থার তরফে জানানাে হয়েছে, দিল্লি, মুম্বই, লুধিয়ানা, থানে, ভালসাদ, পুণে, পালানি, গয়া, গুরগাঁও, চন্ডীগড়, ভােপাল, সুরাত, কোলার সহ একাধিক শহরে বিভিন্ন বেসরকারি সংস্থার দফতরে হানা দেওয়া হয়েছে।
বিভিন্ন কোম্পানি ও সংস্থার কর্তৃপক্ষ, ডিরেক্টর, ব্যাঙ্ক আধিকারিক সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে আর্থিক দুনীতি, অপরাধমূলক আচরণ, অস্ত্র পাচার সহ একাধিক ইস্যুতে ৩০টি এফআইআর করা হয়েছে।
ষােলােটি মামলায় আর্থিক জালিয়াতির পরিমাণ ১১০০ কোটি টাকার বেশি। আগের সপ্তাহে সিবিআই ব্যাঙ্ক জালিয়াতি মামলার অভিযােগে দেশের বারােটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৫০টি শহরের ৫০টি জায়গায় হানা দিয়েছিল।
বিশেষ সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আজ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায় হানা দিয়েছে।