২০ লক্ষ ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার সন্দীপ সিংহ যাদব
সে বাংলা হোক বা দিল্লি। তাবড়-তাবড় নেতা-নেত্রীদের দুর্নীতির অভিযোগে গ্রেফতার করে প্রায়ই খবরের শিরোনামে দেখা যায় দেশের দুই-ই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই ও ইডিকে। এ বারও তারা খবরের শিরোনামে। এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তাকে গ্রেফতার করেছে অপর তদন্তকারী সংস্থা । তা-ও আবার যে সে আধিকারিক নন, গ্রেফতার হয়েছেন ই়ডির সহকারী ডিরেক্টর পদমর্যাদার আধিকারিক। বৃহস্পতিবারই দিল্লি থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ইডির ওই ধৃত সহকারী ডিরেক্টরের নাম সন্দীপ সিংহ যাদব।
তদন্তকারী সংস্থার এক সূত্রের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এএনআই জানিয়েছে, ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়েছেন ওই কর্তা। জানা গিয়েছে, দিল্লির এক গহনা ব্যবসায়ীর ছেলের বিরুদ্ধে মামলা রুজু করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই মামলায় ব্যবসায়ীর ছেলেকে বাঁচানোর প্রতিশ্রুতি দিয়ে ব্যবসায়ীর থেকে মোট ২০ লক্ষ টাকা ঘুষ নিয়েছিলেন সন্দীপ সিংহ যাদব নাম ওই ইডি আধিকারিক।
সূত্রের দাবি, এই বিষয়ে অপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের কাছে অভিযোগ আসে। সেই অভিযোগের প্রেক্ষিতেই দিল্লির লাজপত নগরে জাল বিছিয়েছিলেন সিবিআই অফিসাররা। লাজপত নগরের গোপন অভিযানেই ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ওই ইডি আধিকারিক ধরা পড়েএ সিবিআইয়ের কাছে।
তবে সন্দীপ সিংহ যাদব প্রথম নন যিনি ঘুষ মামলায় গ্রেফতার হয়েছেন, এর আগে দিল্লির আবগারি দুর্নীতি মামলায় ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ইডির সহকারী ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিক-সহ মোট সাত জন অফিসার। দিল্লির এক ব্যবসায়ীর থেকে পাঁচ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে তাঁদের গ্রেফতার করেছিল সিবিআই।