জাতভিত্তিক জনগণনার মতাে গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলােচনা করার লক্ষ্যে অ্যাপয়েন্টমেন্ট চেয়ে প্রধানমন্ত্রী মােদিকে চিঠি লিখলেন বিরােধী নেতা তেজস্বী যাদব। মুখ্যমন্ত্রী নীতীশ কুমারও গত সপ্তাহে বিরােধী নেতাদের অনুরােধে প্রধানমন্ত্রীকে চিঠি লিখে সময় চাইলেও প্রধানমন্ত্রীর থেকে কোনও উত্তর পাননি।
তেজস্বী যাদব বলেন, ‘প্রধানমন্ত্রী কেন গুরুত্বপূর্ণ বিষয়টাকে এড়িয়ে যাচ্ছেন, সেটা বুঝতে পারছি না। বিজেপি নেতারাও বিধানসভায় জাত ভিত্তিক জনগণনা করার ইস্যুকে সমর্থন জানিয়েছেন।
সংসদে ওবিসি বিল পাস করানাের অর্থ রাজ্যগুলােকে জাত ভিত্তিক তালিকা প্রস্তুত করে তাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা। নির্বাচিত নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিষয়ে আলােচনা করতে চাইছেন। এরপর যন্তরমন্তরে ধর্নায় বসা ছাড়া আমাদের হাতে আর কোনও উপায় নেই।