• facebook
  • twitter
Sunday, 20 April, 2025

মহাকুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য, সপা সাংসদের বিরুদ্ধে মামলা দায়ের

মহাকুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে সমাজবাদী পার্টির সাংসদ আফজল আনসারি। তাঁর বিরুদ্ধে গাজীপুরের শাদিয়াবাদ থানায় মামলা হয়েছে।

মহাকুম্ভ নিয়ে বিতর্কিত মন্তব্য করে বিপাকে সমাজবাদী পার্টির সাংসদ আফজল আনসারি। তাঁর বিরুদ্ধে গাজীপুরের শাদিয়াবাদ থানায় মামলা হয়েছে। জেলা সমবায় ব্যাঙ্কের প্রাক্তন সভাপতি দেবপ্রকাশ সিংয়ের আনসারির বিরুদ্ধে এই মামলা দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

দেবপ্রকাশ সিংয়ের অভিযোগ, আফজল আনসারি সাংসদ হওয়া সত্ত্বেও মহাকুম্ভ নিয়ে অশালীন মন্তব্য করেছেন। এটি সনাতন ধর্মে বিশ্বাসী কোটি কোটি মানুষের অনুভূতিতে আঘাত করেছে। এর আগেও আফজাল আনসারি মহাকুম্ভে আসা সাধু-ঋষিদের নিয়ে কুরুচিকর বিবৃতি দিয়েছিলেন। পুলিশ সুপার ডাঃ ইরাজ রাজা বলেন, সমাজবাদী পার্টির সাংসদ আফজাল আনসারির বিরুদ্ধে মামলা হয়েছে। বর্তমানে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

মহাকুম্ভ উপলক্ষে বুধবার রাতে জাখানিয়ায় রবিদাস জয়ন্তীতে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন সাংসদ আফজল আনসারি। সেখানে তিনি বলেন, মহাকুম্ভে স্নান করলে পাপ ধুয়ে যায়। মানুষের জন্য খুলে যাচ্ছে বৈকুণ্ঠের পথ। তার মানে এখন কেউ নরকে যাবে না। স্বর্গ হাউসফুল হয়ে যাবে। এ ছাড়া গত ২৯ জানুয়ারি পদদলিত হওয়ার ঘটনা নিয়েও প্রশ্ন তুলেছিলেন সাংসদ। তাঁর বক্তব্য, পদদলিত হয়ে কতজন মারা গিয়েছেন, তার সঠিক পরিসংখ্যান দেওয়া হয়নি।

সাংসদ আফজল আনসারি, পূর্বাচলের শক্তিশালী নেতা মুখতার আনসারির বড় ভাই। দু’মাস আগেও মহাকুম্ভ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেন তিনি। তিনি বলেন, একটি ট্রেন বোঝাই গাঁজা খাওয়া হবে। ঋষি-সাধুরা শুধু গাঁজা খায়। সংসদ সদস্যের এই বক্তব্যের প্রেক্ষিতে গাজীপুর থানার পুলিশ মামলাও করেছে।

News Hub