• facebook
  • twitter
Thursday, 19 September, 2024

কলকাতা থেকে আন্দামান যাওয়ার পথে মাঝ সমুদ্রে ডুবল পণ্যবাহী জাহাজ, উপকূলরক্ষী বাহিনীর তৎপরতায় ১১ জনকে উদ্ধার

কলকাতা থেকে আন্দামান যাওয়ার পথে মাঝ সমুদ্রে ডুবে গেল পণ্যবাহী জাহাজ। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। তাঁদের তৎপরতায় ১১ জনকে উদ্ধার করা সম্ভ‍ব হয়।

কলকাতা থেকে আন্দামান যাওয়ার পথে মাঝ সমুদ্রে ডুবে গেল পণ্যবাহী জাহাজ। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটে দক্ষিণ ২৪ পরগনার সাগর দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে। দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকাজে নামে উপকূলরক্ষী বাহিনী। তাঁদের তৎপরতায় ১১ জনকে উদ্ধার করা সম্ভ‍ব হয়।
উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে, রবিবার রাতে খবর আগে সাগর দ্বীপ থেকে ৯০ নটিক্যাল মাইল দূরে দুর্ঘটনার কবলে পড়েছে এমভি আইটিটি পুমা নামের ওই জাহাজ। খবর পেয়েই উদ্ধারকাজে নামে বাহিনী। দু’টি জাহাজ সারাং, অমোঘকে উদ্ধারকাজে নামানো হয়আকাশপথে তাদের সাহায্য করার জন্য পাঠানো হয় উপকূলরক্ষী বাহিনীর বিমান সিজি ডরিনারকে। ওই রাতেই সমুদ্রআকাশপথে উদ্ধারকাজ শুরু হয়। জাহাজের সমস্ত আরোহীকে জীবিত উদ্ধার করা সম্ভ‍ব হয়েছে বলে জানা গিয়েছে।

প্রতিদিন একাধিক পণ্যবাহী জাহাজ ভারত থেকে রওনা দেয় আন্দামানে। বঙ্গোপসাগরের এই যাত্রাপথে মাঝে মধ্যেই দুর্ঘটনার কবলে পড়তে হয় জাহাজগুলিকে। এর আগে গত ২৪ আগস্ট একই রকম দুর্ঘটনার কবলে পড়ে একটি জাহাজ। দিউ থেকে ৭০ নটিক্যাল মাইল দক্ষিণে যান্ত্রিক ত্রুটির জেরে সমস্যায় পড়ে জাহজটি। তাকে উদ্ধার করে উপকূলরক্ষী বাহিনী।