সংশােধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ওয়াসারমানপেতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি লাঠি চার্জের ঘটনার প্রতিবাদে আজ তামিলনাড়ুর বিভিন্ন জায়গায় প্রতিবাদ বিক্ষোভ হয়।
গতকালের ঘটনায় প্রচুর বিক্ষোভকারী গুরুতর জখম হয়েছেন। স্থানীয় দোকানপাঠ বন্ধ ছিল। এক হাজারেরও বেশি মহিলা এলাকায় অবস্থান বিক্ষোভ প্রদর্শন করেন। পরে ডেপুটি পুলিশ কমিশনার দীনাকরণ বিক্ষোভকারীদের প্রতিশ্রুতি দেওয়ার পর বিক্ষোভকারীরা উঠে যান। লাঠিচার্জের ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে প্রয়ােজনীয় ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়। তিনি মহিলা প্রতিবাদকারীদের বলেন, ‘তামিলনাড়ু শান্ত একটি রাজ্য, আইন-শৃঙ্খলা মেনে চলে। প্রত্যেকের উচিত রাজ্যের সংস্কৃতিকে রক্ষা করা।
বিক্ষোভকারীরা জানিয়েছে, গতকাল সন্ধ্যেয় তারা শান্তিপূর্ণ ভাবে বিক্ষোভ প্রদর্শন করছিলেন। পুলিশ বাধা দেয় ও লাঠি চার্জ করে। প্রতক্ষদর্শী জানিয়েছেন, এ ঘটনায় প্রচুর মানুষ জখম হয়েছেন। কয়েকজনকে নির্মমভাবে পেটানাে হয়েছে। ঘটনায় একজন মহিলা জয়েন্ট পুলিশ কমিশনার, দু’জন মহিলা কনস্টেবল ও এক জন সাব ইন্সপেক্টর জখম হয়েছেন।
বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জের ঘটনায় শহরের গুরুত্বপূর্ণ শহরগুলােতে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছিল। কুনুরের ব্যবসায়ীরা দোকানপাঠ বন্ধ রেখে প্রতিবাদ দেখান। তারা ওয়াসারমানপেতে বিক্ষোভকারীদের ওপর পুলিশি লাঠি চার্জের অভিযােগ করেন।
বিক্ষোভকারীদের ওপর পুলিশি দমন-পীড়নের বিরুদ্ধে সােচ্চার বিরােধী শিবির। ডিএমকে’র তরফে ঘটনায় জড়িত পুলিশ কর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের দাবি জানায়। কুম্বকোনাম জেলায় ১০০০ মানুষ প্রতিবাদে সামিল হন। চিদাম্বরম-ত্রিচি জাতীয় সড়কের ওপর প্রতিবাদকারীরা রাস্তারােকো কর্মসূচী পালন করেন। রামানাথপুরম জেলাতেও ৫০০ জন প্রতিবাদ দেখান।
এদিকে, গতকালের ঘটনার ব্যাখ্যা দিতে মুখ্যমন্ত্রী পালানিস্বামীর বাসভবনে গিয়ে তার সঙ্গে দেখা করেন পুলিশ কমিশনার এ কে বিশ্বনাথন। দু’জনের মধ্যে আধঘন্টা রুদ্ধদ্বার বৈঠক হয়, যেখানে শহরের বিভিন্ন জায়গায় মানুষ সংশােধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ করছে তা জানান।
ডিএমকে সভাপতি বলেন, শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করা হচ্ছিল। কেন পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য চড়াও হয়েছিল। প্রতিবাদকারীদের বিরুদ্ধে যদি কোনও কেস করা হয়ে থাকলে, প্রত্যাহার করে নিতে হবে ও ঘটনায় জড়িত পুলিশকর্মীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি কানিমােঝিও ঘটনার বিরুদ্ধে সরব হন।