খুবই খারাপ হচ্ছে, সিএএ নিয়ে এবার মুখ খুললেন মাইক্রোসফটের সিইও

মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। (Photo: IANS)

সংশােধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে মুখ খুললেন মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা। এই মুহূর্তে দেশে উদ্ভূত পরিস্থিতিকে ‘দুঃখজনক’ আখ্যা দিয়েছেন তিনি।

মার্কিন অনলাইন সংবাদমাধ্যম ‘বাজফিড’-এর প্রধান সম্পাদক বেন স্মিথকে সােমবার এক সাক্ষাৎকার দেন নাদেলা। সেখানে সিএএ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, যা হচ্ছে সেটা দুঃখজনক। খুবই খারাপ। আমি চাইব ভবিষ্যতে কোনও বাংলাদেশি শরণার্থী ভারতে এসে কোনও বিখ্যাত প্রতিষ্ঠান গড়ে তুলবেন অথবা ইনফোসিসের পরবর্তী সিইও হবেন’। বেন স্মিথ স্বয়ং টুইট করে একথা জানিয়েছেন।

নয়া নাগরিকত্ব আইনের বিরােধিতায় দেশজুড়ে বিক্ষোভ অব্যহত। এই আইন অনুযায়ী ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত পাকিস্তান, বাংলাদেশ ও আফগানিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষরা আর বেআইনি শরণার্থী হিসেবে বিবেচিত হবেন না, তারা হবেন ভারতীয় নাগরিক। দেশে ধর্মীয় বিভেদ তৈরির জন্য এই আইন তৈরি করা হয়েছে বলে অভিযােগ।


নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অন্তত ৬০টি আবেদন দাখিল হয়েছে। অধিকাংশ মামলার নির্যাস হল, এই আইন ধর্মের ভিত্তিতে নাগরিকত্বে অনুমােদন দিয়ে সংবিধান লঙঘন করছে। এই আইনের বিরুদ্ধে দেশের বিরােধী দলগুলিও একজোট। তাদের মতে, সংবিধানের ১৪ নম্বর ধারায় যেখানে আইনের চোখে সবার সমান অধিকারের কথা বলা হয়েছে, সেই ধারাকে লঙঘন করছে এই আইন।

রাজনীতির গণ্ডী ছাড়িয়েও ‘বিভেদের আইনের বিরুদ্ধে লড়াইয়ে’ দলে দলে যােগ দিচ্ছেন ছাত্র, যুব, মহিলা সহ সমাজের বিভিন্ন অংশের মানুষ। নয়া নাগরিকত্ব আইনের প্রতিবাদে মুখ খুলতে দেখা গিয়েছে রামচন্দ্র গুহ, ইরফান হাবিবের মতাে ব্যক্তিত্বকে। গত মাসে সিএএ’র বিরুদ্ধে বেঙ্গালুরুর পথে প্রতিবাদ জানানাের সময় রামচন্দ্র গুহকে আটক করেছিল পুলিশ। সিসিএ’র বিরুদ্ধে মুখ খােলার জন্য দেশের তথ্যপ্রযুক্তি সংস্থার কর্তাদের কাছে আবেদন করেছিলেন রামচন্দ্র গুহ।