• facebook
  • twitter
Friday, 22 November, 2024

সি.১.২ উদ্বেগ বাড়াচ্ছে দেশে, ৭টি দেশের যাত্রীর উপর কড়া নির্দেশ জারি ভারতের

সাতটি দেশের যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার পর ৭২ ঘণ্টার বেশি পুরনাে হলে, তা গ্রাহ্য হবে না। এমনটা জানানাে হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে।

প্রতীকী ছবি (Photo: AFP)

ভারতের উদ্বেগ বাড়াচ্ছে সি. ১.২। করােনা ভাইরাসের এই নতুন রােগ টিকার সুরক্ষা ভেদ করতে পারে এমন আশঙ্কা করছেন গবেষকরা। তাই কেন্দ্র সিদ্ধান্ত নিয়েছে ভারতে আসা সাতটি দেশের যাত্রীদের করােনা পরীক্ষায় কোনও ফাঁকফোকর রাখা হবে না।

এই সাতটি দেশের যাত্রীদের আরটিপিসিআর পরীক্ষার পর ৭২ ঘণ্টার বেশি পুরনাে হলে, তা গ্রাহ্য হবে না। এমনটা জানানাে হয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে। ব্রিটেন, ইউরােপ এবং পশ্চিম এশিয়ার দেশগুলির ক্ষেত্রে এই নিয়ম আগেই চালু ছিল।

বৃহস্পতিবার থেকে সংযােজিত হল আরও বেশ কয়েকটি দেশ। এর মধ্যে রয়েছে দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বৎসােয়ানা, চিন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবােয়ে। এই সমস্ত দেশ থেকে আসা যাত্রীদের থেকে নতুন নিয়ম চালু হল। দক্ষিণ আফ্রিকায় করােনার এই নতুন রােগ পাওয়া গিয়েছিল।

কেন্দ্র নতুন নির্দেশিকায় জানিয়েছে, এই দেশগুলি থেকে ভারতের বিমানে তারাই উঠতে পারবেন, যাঁদের করােনার উপসর্গ নেই। ভারতে আসার পর এই যাত্রীদের ফেল করােনা পরীক্ষা করা হবে।