শেষ পর্যন্ত সরাসরি রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন প্রশান্ত কিশোর। আর তা শুরু করবেন তার নিজের রাজ্য বিহার থেকেই।
নিজে একজন দক্ষ ভোট কুশলি, এমনকী সম্প্রতি কংগ্রেসে যোগ দেওয়ার জল্পনাও তৈরি হয়েছিল পিকে’র। যদিও সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন প্রশান্ত কিশোর।
২০২৪ সালে লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেসে কে বেশ কিছু ‘ রেমিডি’ ও দেন তিনি। তবে সরাসরি ‘হাত’ এর হাত ধরেননি তিনি।
২০২১ সালে তৃণমূল কে বাংলার মসনদে ফিরিয়ে আনার ‘মাস্টার মাইন্ড’ পিকে। এবার নিজেই রাজনীতির ময়দানে পা রাখতে চলেছেন।
যদিও এই প্রথম নয়, এর আগেও নীতীশ কুমারের জনতা দল ( ইউনাইটেড) এর সহ সভাপতি ছিলেন তিনি। তবে স্বেচ্ছায় সেই পদ ছাড়েন তিনি। শুরু করেন ভোট ম্যানেজারের কাজ।
তবে সোমবার কার্যত সব জল্পনার অবসান ঘটিয়ে টুইট করে জানিয়ে দিলেন নিজের রাজনৈতিক দলের সূচনার কথা।
পি কে লেখেন,” গণতন্ত্রের তাৎপর্যপূর্ণ অংশ হয়ে ওঠার পথে আমার যে অন্বেষণ, তা ১০ বছর ধরে চলল।
তবে এ বার সরাসরি ‘প্রকৃত ঈশ্বর’ অর্থাৎ জনতা জনার্দনের দরবারে যাওয়ার সময় এসেছে। গণতন্ত্রকে আরও কাছ থেকে বোঝার সময় এসেছে।”
পাশাপাশি দলের নাম ও জানিয়েছেন তিনি। জানিয়েছেন বিহার থেকেই শুরু করবেন তার নতুন যাত্রা।