নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, ঘটনাস্থলেই মৃত ৭ সেনার তৎপরতায় মৃত্যুর মুখ থেকে রক্ষা ২৭ জন যাত্রীর
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ৭ জনের। দুরবুকের কাছে বাঁক নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। তিন শিশু-সহ আহত হয়েছেন বেশ কয়েক জন। সেনাদের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে রক্ষা পান বাসের বাকি যাত্রীরা। ২৭ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।