• facebook
  • twitter
Thursday, 3 April, 2025

মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে বাড়ল বাস, অটো ও ট্যাক্সি ভাড়া

বাস, অটো ও ট্যাক্সির পাশাপাশি নীল-সোনালি এসি ক্যাবগুলিতেও ভাড়া বাড়ানো হয়েছে। আগে প্রতি দেড় কিমিতে ক্যাব ভাড়া ছিল ৪০ টাকা। এখন সেটা বেড়ে হল ৪৮ টাকা।

ফাইল চিত্র

প্রজাতন্ত্র দিবসের আগেই বড় সিদ্ধান্ত। মুম্বই সহ গোটা মহারাষ্ট্রে বাড়ল বাস ভাড়া। সেই সঙ্গে অটো ও ট্যাক্সি ভাড়াও বাড়ানো হয়েছে। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করেছে মহারাষ্ট্র সরকারের পরিবহন দপ্তর। ফলে আমজনতার পকেটে টান পড়ল রাজ্যজুড়ে। এদিন থেকেই তাঁদের গুনতে হচ্ছে এই অতিরিক্ত ভাড়া।

শুক্রবার মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন এই সিদ্ধান্তে অনুমোদন দিয়েছে। এই মুহূর্তে মহারাষ্ট্র স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের অধীনে প্রায় ১৫ হাজার বাস রয়েছে। পরিবহন দপ্তরের নতুন এই সিদ্ধান্তের ফলে এই বাসগুলিতে শনিবার থেকে ভাড়া বৃদ্ধি পেল।

জানা গিয়েছে, শনিবার থেকে ৩টাকা করে অটো ভাড়া বৃদ্ধি করেছে মেট্রোপলিটন রিজিওন ট্রান্সপোর্ট অথরিটি। ফলে মুম্বই শহরে এখন সর্বনিম্ন অটো ভাড়া দাঁড়াল ২৬ টাকা। যা আগে ছিল ২৩ টাকা করে। পাশাপাশি, শহরে সর্বনিম্ন ট্যাক্সি ভাড়াও একইভাবে বেড়ে দাঁড়াল ৩১ টাকা। আগে এই ভাড়া শুরু হতো ২৮ টাকা থেকে।

শুধু তাই নয়, বাস, অটো ও ট্যাক্সির পাশাপাশি নীল-সোনালি এসি ক্যাবগুলিতেও ভাড়া বাড়ানো হয়েছে। আগে প্রতি দেড় কিমিতে ক্যাব ভাড়া ছিল ৪০ টাকা। এখন সেটা বেড়ে হল ৪৮ টাকা।

প্রসঙ্গত মহারাষ্ট্রে প্রতিদিন প্রায় ৫৫ লক্ষ মানুষ বাসে সফর করেন। যদিও মুম্বইয়ে লোকাল ট্রেন হল লাইফ লাইন, কিন্তু নতুন ভাড়া বৃদ্ধির ফলে বাস যাত্রীদের পকেটে যে আচমকা টান পড়ল, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।