• facebook
  • twitter
Tuesday, 29 April, 2025

উত্তরপ্রদেশের পর বুলডোজার রাজনীতি অন্ধ্রেও, জগনের কার্যালয়ে বুলডোজার চালালেন চন্দ্রবাবু নাইডু  

অমরাবতী, ২২ জুন – অন্ধ্রপ্রদেশও বুলডোজার রাজনীতির পথ ধরল । দীর্ঘ ৩১ মাস পর অন্ধ্রপ্রদেশ বিধানসভায় ফের মুখ্যমন্ত্রী পদে পা রেখেছেন চন্দ্রবাবু নাইডু। তার  পরপরই ‘প্রতিহিংসামূলক’ রাজনীতির সাক্ষী হল রাজ্য। প্রবল প্রতিদ্বন্দ্বী যুবজনা শ্রমিকা রায়তু কংগ্রেস পার্টি বা চলতি কথায় ওয়াইএসআরসিপির একটি নির্মীয়মাণ বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল। শনিবার ভোরে  অন্ধ্রপ্রদেশ ক্যাপিটাল রিজিওন ডেভেলপমেন্ট অথরিটি