নিউ দিল্লি, ১ ফেব্রুয়ারি: আর কিছুক্ষণের মধ্যেই সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তাঁর আগে প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি ভবনে গেলেন অর্থমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন অর্থ দপ্তরের দুই প্রতিমন্ত্রী ভাগবত কারাদ ও পঙ্কজ চৌধুরী। আজ, বৃহস্পতিবার সীতারামন সংসদে বাজেট বক্তৃতা শুরুর আগে তাঁর মন্ত্রণালয়ে পৌঁছন। এরপর সেখান থেকে তিনি একটি লাল রঙের ‘বাহি খাতা’ হাতে করে নিয়ে যান। যার মধ্যে কাগজবিহীনভাবে রয়েছে বাজেটের নথি।
উল্লেখ্য, গত তিন বছর ধরে একটি নতুন নিয়ম চালু হয়েছে। অর্থমন্ত্রী বৈদ্যুতিন আকারে বাজেটের নথিগুলি সংসদে নিয়ে যাচ্ছেন। এই লাল রঙের ডিজিটাল খাতকে ‘বাহি খাতা’ বলে অভিহিত করা হয়।