• facebook
  • twitter
Friday, 22 November, 2024

Budget 2024: সংসদে বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন

নিউ দিল্লি, ১ ফেব্রুয়ারি: সামনেই ২০২৪ লোকসভা ভোট। তার আগে আজ সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে এটাই তাঁর ষষ্ঠ বাজেট। পাশাপাশি, এটি দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। আজ, বৃহস্পতিবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, গত দশ বছরে অর্থনীতিতে ভারত গভীর ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি বলেন, “দ্বিতীয় মেয়াদে

নিউ দিল্লি, ১ ফেব্রুয়ারি: সামনেই ২০২৪ লোকসভা ভোট। তার আগে আজ সংসদে অন্তর্বর্তী বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসেবে এটাই তাঁর ষষ্ঠ বাজেট। পাশাপাশি, এটি দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট। আজ, বৃহস্পতিবার বাজেট পেশের সময় কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন, গত দশ বছরে অর্থনীতিতে ভারত গভীর ইতিবাচক সাড়া ফেলেছে। তিনি বলেন, “দ্বিতীয় মেয়াদে আমাদের সরকার সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাসের দৃষ্টিভঙ্গিকে শক্তিশালী করেছে”।

এদিন অর্থমন্ত্রী দেশের চারটি প্রধান স্তম্ভ – দরিদ্র, মহিলা, যুব এবং অন্নদাতা (কৃষক)-এর উপর গুরুত্ব আরোপ করার ওপর জোর দিয়েছেন। তবে ভোটের আগে আয়করে নতুন করে কোনও ছাড়ের ঘোষণা তিনি করেননি। অর্থাৎ বর্তমানে দেশের আয়কর কাঠামো অপরিবর্তিত থাকল। অপরিবর্তিত থাকছে প্রত্যক্ষ ও পরোক্ষ কর। নতুন কর কাঠামোয় ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়কর অপরিবর্তিত। সেই সঙ্গে অর্থমন্ত্রী জানিয়েছেন, গত দশ বছরে প্রত্যক্ষ কর আদায় দশ গুণ বৃদ্ধি পেয়েছে।

অর্থমন্ত্রী আজ বাজেট বক্তৃতায় যা বলেন, একনজরে
তার নির্যাস তুলে ধরা হল:
রীতি মেনে কর কাঠামো অপরিবর্তিত
আয়করের হারে কোনও পরিবর্তন নয়
আয়করের কাঠামো অপরিবর্তিত
প্রত্যক্ষ ও পরোক্ষ কর অপরিবর্তিত থাকবে
৯ থেকে ১৪ বছরের মেয়েদের বিনামূল্যে জরায়ুর ক্যান্সারের টিকা দেওয়া হবে
বন্দর করিডর তৈরি হবে, হাই ট্রাফিক করিডরও তৈরি হবে
দেশে ১৪৯ টি বিমানবন্দর তৈরি হয়েছে
মোদি জমানায় ৬০০ বিলিয়ন ডলার এফডিআই
লাক্ষাদ্বীপের পর্যটনে বিশেষ জোর
পর্যটন কেন্দ্রগুলিতে উন্নয়নের জন্য সব রাজ্যকে বিনা সুদে ঋণ
আয়করে ছাড় ৭ লক্ষ পর্যন্ত
৩ টি বিশেষ রেল করিডর তৈরির প্রস্তাব অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের
মেয়েদের বিনামূল্যে জরায়ুর ক্যান্সারের টিকা
প্রতিরক্ষা খাতে বরাদ্দ ১১ শতাংশ বাড়ানো হয়েছে
প্রতিরক্ষা খাতে ১১ লক্ষ কোটি টাকা বরাদ্দ
রেল যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্যের উপর জোর
১ কোটি মহিলার লাখপতি দিদি হওয়ার সুযোগ, আনা হচ্ছে বিশেষ প্রকল্প
খুব কম সুদে ঋণ দেওয়া হবে
৪০ হাজার সাধারণ রেলের কোচকে বন্দে ভারতের আদলে বানানো হবে
আয়ুষ্মান ভারতের আওতায় দেশের সমস্ত আইসিডিএস ও আশা কর্মীরা
কৃষিতে বেসরকারি লগ্নির উপর জোর দেওয়া হবে
তৈল্যবীজ উৎপাদনে স্বনির্ভরতায় জোর
সব রাজ্যকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই আমরা
সরকারের পদক্ষেপে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে
১ কোটি পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা
সামুদ্রিক মাছের রপ্তানি আগের তুলনায় অনেক বেড়েছে
দুধ উৎপাদনে ভারত বিশ্বের মধ্যে সর্ববৃহৎ
নতুন অর্থনৈতিক করিডর গেম চেঞ্জারের ভূমিকা পালন করবে
মধ্যবিত্তদের জন্য নিজেদের বাড়ি প্রকল্প
পূর্বাঞ্চলের উন্নয়নে আরও বেশি গুরুত্ব দেওয়া হবে
মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর হচ্ছে
আমরা সামাজিক ন্যায় বিচার দিতে বদ্ধপরিকর
জিএসটিতে আয়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে
পিএম আবাস যোজনায় আগামী পাঁচ বছরে আরও ২ কোটি বাড়ি তৈরি হবে
৭ টি নতুন আইআইটি তৈরি হয়েছে
আমরা তিন তালাক প্রথা রদ করেছি
মহিলাদের জন্য এক তৃতীয়াংশ সংরক্ষণের ব্যবস্থা করেছি
মুদ্রা যোজনায় ৪৩ কোটি টাকা ঋণ দেওয়া হয়েছে
৩৯০ টি নতুন বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে
স্কিল ইন্ডিয়া মিশনে ১ কোটি ৪০ লক্ষ যুবককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে
সারা পৃথিবীর খাদ্যভাণ্ডারে পরিণত হয়েছে ভারত
১১ কোটি ৮০ লক্ষ কৃষক কেন্দ্রীয় প্রকল্পে উপকৃত
২৫ কোটি মানুষ দারিদ্র সীমার উপরে উঠে এসেছেন
দেশে আগের থেকে অনেক বেশি খাদ্যশস্য উৎপাদন হচ্ছে
প্রধানমন্ত্রী গরিব, কৃষক ও মহিলাদের উন্নয়নে সর্বদা কাজ করে যান
৩০০০ নতুন আইটিআই তৈরি করেছি
২০৪৭ সালের মধ্যে দেশের সব শ্রেণীর মানুষ যাতে সমস্ত সুবিধা পায়, সেই লক্ষ্যেই কাজ করছি আমরা
দুর্নীতিমুক্ত ও স্বচ্ছ সরকার চালানোই আমাদের লক্ষ্য
চাকরি, ব্যবসার সুযোগ বেড়েছে
দেশের উন্নয়নে সবাই যাতে সামিল হয় সেটাই আমাদের সরকারের চেষ্টা
আমাদের সরকারের প্রতি দেশের যুব সম্প্রদায়ের প্রত্যাশা বেড়েছে
আমরা দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছি
আমাদের লক্ষ্য সব কা সাথ সব কা বিকাশ
গত ১০ বছরে অর্থনীতির বিপুল পরিবর্তন হয়েছে
দেশে অনেক নতুন মেডিক্যাল কলেজ তৈরি করা হবে