• facebook
  • twitter
Friday, 11 April, 2025

বিএসএফ-বিজিবি উচ্চ পর্যায়ের বৈঠক আগামী সপ্তাহে

বাংলাদেশ ভারতীয় হাইকমিশনারের কাছে সীমান্ত সীমানা নির্মাণ এবং সীমান্তে হত্যা নিয়ে বিএসএফ-এর ভুমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে।

ফাইল ছবি

আগামী ১৭ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে বিএসএফ এবং বিজিবি-র সীমান্ত সমন্বয় বৈঠক। ভারত ও বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীর এই বৈঠকে আলোচনার বিষয়বস্তু হিসেবে থাকবে সীমান্ত এলাকা ঘেরার প্রসঙ্গ। বিএসএফ এবং সাধারণ নাগরিকদের উপর বাংলাদেশি দুষ্কৃতীদের হামলার মতো বিষয়গুলিও আলোচনায় উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে। শুক্রবার এক সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, উচ্চপর্যায়ের এই ৫৫ তম সীমান্ত সমন্বয় সম্মেলন ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি বিএসএফ-এর সদর দপ্তরে অনুষ্ঠিত হবে। 

২০২৪ এর আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এই সীমান্ত সমন্বয় সম্মেলন উভয় পক্ষের মধ্যে প্রথম শীর্ষ পর্যায়ের বৈঠক। ভারতের পক্ষে এর নেতৃত্ব দেবেন ডিজি বিএসএফ দলজিত সিং চৌধুরি এবং বিজিবি-র নেতৃত্ব দেবেন মেজর জেনারেল মহম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। সীমান্তের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা এবং উভয় পক্ষের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সু-সমন্বয় গড়ে তুলতে এই সম্মেলনের আয়োজন করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছে বিএসএফ। 
 
সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা ছাড়াও বাংলাদেশে আশ্রিত দুষ্কৃতীদের হামলা নিয়েও এই বৈঠকে আলোচনা হতে পারে। বাংলাদেশ আশ্রিত দুষ্কৃতীদের বিএসএফ এবং সাধারণ নাগরিকদের উপর হামলা প্রতিরোধ করা, আন্তঃসীমান্ত অপরাধ রোখার উপায়, সীমানা স্থির করা, বাংলাদেশে ভারতীয় বিদ্রোহী গোষ্ঠীগুলির বিরুদ্ধে ব্যবস্থা, আত্মবিশ্বাস গড়ে তোলা এমনই নানা বিষয়ে আলোচনা হওয়ার কথা এই বৈঠকে। 
 
ভারত-বাংলাদেশ সীমান্ত ৫টি রাজ্যজুড়ে বিস্তৃত, ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ। এর মধ্যে পশ্চিমবঙ্গে রয়েছে ২ হাজার ২১৭ কিলোমিটার, ত্রিপুরায় ৮৫৬ কিলোমিটার, মেঘালয়ে ৪৪৩ কিলোমিটার, অসমে ২৬২ কিলোমিটার, এওবং মিজোরামে ৩১৮ কিলোমিটার। গত বছরের ডিসেম্বরে হাইকমিশনারদের তলব করার পরে দুই দেশের সম্পর্কের কিছুটা অবনতি হয়। বাংলাদেশ ভারতীয় হাইকমিশনারের কাছে সীমান্ত সীমানা নির্মাণ এবং সীমান্তে হত্যা নিয়ে বিএসএফ-এর ভুমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে। পাল্টা ভারতও দিল্লিতে ভারপ্রাপ্ত বাংলাদেশ হাইকমিশনারের কাছেস স্পষ্ট জানিয়ে দেয় বেড়া নির্মাণের সময় সমস্ত প্রোটোকল রক্ষা করা হচ্ছে।
 
তবে আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় প্রতিবেশী দেশের কাছ থেকে আরও সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গি আশা করে ভারত। এর মধ্যে রয়েছে সীমান্তে বেড়া নির্মাণের কাজও।