নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ, বিজেপির মুখ কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মালা

bs yediyurappa

বেঙ্গালুরু, ১৫ মাচ– তিনি বর্তমানে কর্ণাটকের বিজেপির মুখ৷ তিনি কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা৷ সেই বর্ষীয়ান নেতার বিরুদ্ধে এবার উঠল নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ৷ কর্ণাটকে আপাতত বিজেপিকে কিছুটা হলেও ব্যাকফুটে ফেলে দিল এই ঘটনা৷ বর্ষীয়ান বিজেপি নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলল এক নাবালিকার মা৷ অভিযোগের পর ৮৫ বছরের ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করেছে কর্ণাটক পুলিশ৷

অভিযোগ, গত ২ ফেব্রুয়ারি এক নাবালিকা এবং তার মা একটি প্রতারণার মামলায় সহায়তা চাইতে ইয়েদুরাপ্পার কাছে গিয়েছিলেন৷ সেই সময়, বিএস ইয়েদুরাপ্পা তাদের সঙ্গে ৯ মিনিট কথা বলেন৷ তারপর, মেয়েটিকে অন্য এক ঘরে নিয়ে গিয়েছিলেন ইয়েদুরাপ্পা৷ ভিতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলেন৷ ৫ মিনিট পর তারা বেরিয়ে আসে৷ মেয়েটির মায়ের অভিযোগ, বন্ধ ঘরের সুযোগ নিয়ে তাঁর মেয়ের গোপনাঙ্গ স্পর্শ করেছিলেন ইয়েদুরাপ্পা৷ ১৭ বছরের ওই নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে ইয়েদুরাপ্পার বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে বেঙ্গালুরুর সদাশিবনগর থানার পুলিশ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই ওই নাবালিকার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে৷

সদাশিবনগর থানার পুলিশ জানিয়েছে, এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু করা হয়েছে৷
তবে, নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন ইয়েদুরাপ্পা৷ তিনি বলেছেন, ‘মা ও তাঁর মেয়ে এখানে বেশ কয়েকবার এসেছেন৷ আমরা তাদের কাছে আসতে দিইনি৷ প্রায় দেড় মাস আগে, আমি দেখেছিলাম মেয়েটি কাঁদছে৷ সেই সময় আমি তাদের সমস্যার কথা জিজ্ঞাসা করেছিলাম এবং সেই বিষয়ে কথা বলতে তাদের বাডি়র ভিতরে নিয়ে গিয়েছিলাম৷ তাদের সমস্যার কথা শুনে আমি বেঙ্গালুরুর পুলিশ কমিশনার, বি দয়ানন্দকে ফোন করেছিলাম৷ তাঁকে বিষয়টি দেখার জন্য বলেছিলাম৷ কিন্ত্ত, তারপরই মেয়েটি আমার সম্পর্কে যা নয় তাই বলতে শুরু করে৷ আমি ভেবেছিলাম তার হয়তো মাথার ঠিক নেই, তাই তার সঙ্গে কথা বলে কোন লাভ নেই৷ এখন, একটি এফআইআর করা হয়েছে৷ আইন মেনে আমি তার মোকাবিলা করব৷ আমি তাকে কিছু টাকাও দিয়েছিলাম৷ তারপরও এটা ঘটল৷ আমি এটি আশা করিনি৷’
এ হেন নেতার বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ স্বাভাবিকভাবেই আলোড়ন ফেলে দিয়েছে৷ লোকসভা ভোটেও এর প্রভাব পড়বে৷ যদিও বিজেপির দাবি, এটা রাজনৈতিক ভাবে ইয়েদুরাপ্পাকে বদনাম করার ষড়যন্ত্র৷ ভোটের মুখে দলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে রাজ্যের কংগ্রেস সরকার৷


লোকসভা নির্বাচনের আগে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই মামলা হওয়াটা বেশ গুরুত্বপূর্ণ৷ কর্ণাটকের লিঙ্গায়েত জনগোষ্ঠীর অবিসংবাদিত নেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা শুধু কর্ণাটকেই নয় গোটা দক্ষিণ ভারতেই বিজেপির মুখ তথা অন্যতম বড় নেতা৷ ইয়েদুরাপ্পার ছেলে বিজয়াপ্পা এখনও কর্ণাটক বিজেপির রাজ্য সভাপতি৷ এবার লোকসভা নির্বাচনে তাঁকে টিকিটও দিয়েছে দল৷