তেলেঙ্গনা, ২৪ এপ্রিল– ২০১৬ সালে এই সেতুর শিলান্যাস হয়৷ এক কিলোমিটার দৈর্ঘ্যের সেই সেতুর জন্য ৪৯ কোটি টাকার বাজেট বরাদ্দ হয়৷ দুই জেলার মধ্যে যাতায়াত সহজ হবে বলেই এই সেতু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার৷ তারপর ৮ বছর ধরে তৈরি হচ্ছিল সেতুটি৷ কিন্তু সেই সেই সেতুর হাল যে একটু সামান্য ঝোড়ো হাওয়াতেই শুকনো পাতার মত ঝরে পড়বে তা কে বলতে পারে৷