• facebook
  • twitter
Friday, 22 November, 2024

ঝোড়ো হাওয়াতে ভাঙল ৪৯ কোটির ব্রিজ, কয়েক মুহূর্তের জন্য রক্ষা ৬৫ জনের

তেলেঙ্গনা, ২৪ এপ্রিল– ২০১৬ সালে এই সেতুর শিলান্যাস হয়৷ এক কিলোমিটার দৈর্ঘ্যের সেই সেতুর জন্য ৪৯ কোটি টাকার বাজেট বরাদ্দ হয়৷ দুই জেলার মধ্যে যাতায়াত সহজ হবে বলেই এই সেতু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার৷ তারপর ৮ বছর ধরে তৈরি হচ্ছিল সেতুটি৷ কিন্তু সেই সেই সেতুর হাল যে একটু সামান্য ঝোড়ো হাওয়াতেই শুকনো পাতার

তেলেঙ্গনা, ২৪ এপ্রিল– ২০১৬ সালে এই সেতুর শিলান্যাস হয়৷ এক কিলোমিটার দৈর্ঘ্যের সেই সেতুর জন্য ৪৯ কোটি টাকার বাজেট বরাদ্দ হয়৷ দুই জেলার মধ্যে যাতায়াত সহজ হবে বলেই এই সেতু তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার৷ তারপর ৮ বছর ধরে তৈরি হচ্ছিল সেতুটি৷ কিন্তু সেই সেই সেতুর হাল যে একটু সামান্য ঝোড়ো হাওয়াতেই শুকনো পাতার মত ঝরে পড়বে তা কে বলতে পারে৷

কোনও ভূমিকম্প নয়, বিস্ফোরণ বা কোনও দুর্ঘটনাও নয়৷ তেলঙ্গানার সেতু ভেঙে পড়ল সামান্য ঝোড়ো হাওয়ায়!  তেলঙ্গানার পাড্ডাপাল্লিতে এই ঘটনা ঘটেছে৷ সেতুর দুটি পিলারের মধ্যে ১০০ ফুট অংশ ধসে গেছে৷ স্থানীয়দের আশঙ্কা, সেতুর বাকি অংশও যে কোনও সময়ে ভেঙে পড়তে পারে৷ প্রশ্ন উঠেছে, নির্মাণ কীভাবে হচ্ছিল! কী ধরনের পণ্য ব্যবহার করা হয়েছিল? পাড্ডাপাল্লি এবং ভূপালপাল্লি জেলাকে যুক্ত করার জন্য এই সেতু তৈরি হচ্ছিল৷ ব্রিজের একটা বড় অংশ ভেঙে পড়লেও কোনও হতাহতের খবর নেই৷ যদিও জানা গেছে, এই ঘটনায় অনেকের মৃতু্য হতে পারত৷ কারণ ওই সেতুর উপর দিয়েই বরযাত্রীর একটি বাস যাচ্ছিল যাতে ৬৫ জন যাত্রী ছিলেন৷ ব্রিজ ভেঙে পড়ার কয়েক সেকেন্ড আগেই সেটি সেতু পার করে ফেলে৷ তাই বড় বিপত্তি হয়নি৷ সব ঠিক থাকলে ২০২৩ সালেই সেতু নির্মাণ সম্পন্ন হওয়ার কথা৷ কিন্ত্ত নির্মাণকারী সংস্থা কাজ করা বন্ধ করা দেয়৷ অভিযোগ, তাদের টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল সরকার৷