সংগঠনকে পুনরুজ্জীবিত করতে রক্ষণশীলতা থেকে বেরিয়ে আসতে চাইছে সিপিএম। আগামী সপ্তাহে মাদুরাইয়ের পার্টি কংগ্রেসে তারই একটি প্রতিফলন চোখে পড়বে। এবার বিনোদন জগতের তারকাদের দ্বারস্থ হতে চলেছেন তাঁরা। দলের আসন্ন কংগ্রেসে কর্মীদের মনোরঞ্জন করতে একটি সন্ধ্যা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। সেই অনুষ্ঠানে শামিল করা হচ্ছে একাধিক চিত্র তারকা ও শিল্পীকে। সেখানকার সুপারস্টার বিজয় সেতুপতি, প্রকাশ রাজ-সহ দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক জনপ্রিয় অভিনেতা হাজির উপস্থিত থাকবেন। এভাবে কাস্তে-হাতুড়ি-তারার প্রতি দেশবাসীর আস্থা ফেরাতে সেলিব্রিটিদের ইমেজ ব্যবহার করতে চাইছেন বামপন্থীরা। বিশেষ করে বিজেপি বিরোধী শক্তিকে আরও জোটবদ্ধ করাই কমরেডদের মূল লক্ষ্য। সেজন্য এই পরিকল্পনা।
প্রসঙ্গত চব্বিশের লোকসভা নির্বাচন যে চারটি আসনে সিপিএম জিতেছিল, তার মধ্যে একটি মাদুরাই। সেজন্য আগামী ২ থেকে ৬ এপ্রিল তামিলনাড়ুর মাদুরাইয়ে শুরু হচ্ছে সিপিএমের ২৪ তম পার্টি কংগ্রেস। এই কংগ্রেসে যোগ দেবেন সারা দেশ থেকে আগত প্রায় আটশোর বেশি প্রতিনিধি। সেজন্য এবারের সম্মেলন খুবই তাৎপর্যপূর্ণ। এপ্রিলের পাঁচদিন একাধিক বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি থাকবে নানা ধরনের অনুষ্ঠান। আর সেইসব অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য দক্ষিণী অভিনেতাদের সাংস্কৃতিক পারফরম্যান্স।
মাদুরাই পার্টি কংগ্রেসের সূচি থেকে জানা গিয়েছে, এই কংগ্রেসের শেষ পর্বে অর্থাৎ এপ্রিলের ৪ ও ৫ তারিখ অনুষ্ঠানে অংশ নেবেন দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতি ও প্রকাশ রাজ। বিজয় সেতুপতি ৪ এপ্রিল মাদুরাইয়ের তামুক্কামে সান্ধ্যকালীন অনুষ্ঠানে পারফর্ম করবেন! এমনকি পরিচালক ভেত্রিমারানও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তাঁরা এই অনুষ্ঠানে শুধু পারফর্মই করবেন না, সেই সঙ্গে নিজেদের পেশার ক্ষেত্রে যে সমস্ত সামাজিক বিষয় চোখে ধরা পড়েছে, সে বিষয়েও আলোকপাত করবেন। এছাড়াও আরেক অভিনেতা প্রকাশ রাজও সিপিএম-এর এই পার্টি কংগ্রেসে তাঁর মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। এছাড়াও অভিনেতা মেরি সেলভারাজ ও রোহিনীও থাকবেন। তাঁরা সকলে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি একাধিক সামাজিক ইস্যুতে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরবেন বলে সূত্রের খবর।
উল্লেখ্য, প্রকাশ রাজ বিজেপি বিরোধী বলে পরিচিত, সেজন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সূত্রের খবর। এছাড়া অন্যান্যরা বামপন্থী মনোভাবাপন্ন। সেজন্য তাঁদেরকেও পার্টি কংগ্রেসে শামিল করা হয়েছে। দক্ষিণ ভারতের কমরেডদের স্বপ্ন, এবার মাদুরাই থেকে তাঁরা লাল নিশান উড়াবেন। সেজন্য তারকাদের দিয়ে রাজ্যের মানুষের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। যাতে তার প্রতিফলন ভোটবাক্সে পড়ে। কিন্তু বিজয় সেতুপতি, প্রকাশ রাজরা বামেদের মরা ভোটব্যাঙ্কে সত্যিই কি জোয়ার আনতে পারবেন? সেই উত্তরের অপেক্ষায় গোটা দেশবাসী।