দিল্লি, ২ ফেব্রুয়ারি– ফের বোমাতঙ্ক দিল্লির স্কুলে৷ বিস্ফোরণে স্কুল উডি়য়ে দেওয়ার হুমকির জেরে তড়িঘড়ি খালি করে দেওয়া হল স্কুল বাডি়, জোরকদমে শুরু হয় তল্লাশি৷
শুক্রবার সকালে দিল্লির কে পুরম এলাকার একটি নামী স্কুলে বোমাতঙ্ক ছড়ায়৷ স্কুল কর্তৃপক্ষের কাছে বোমা দিয়ে স্কুল উডি়য়ে দেওয়ার হুমকির ফোন আসে৷ হুমকির ফোন পাওয়ার পরই পুলিশে খবর দেন স্কুল কর্তৃপক্ষ৷ ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় পুলিশ৷ পড়ুয়াদের তডি়ঘডি় স্কুল থেকে বার করে দেওয়া হয়৷ শুরু হয় চিরুণি তল্লাশি৷ বিস্ফোরক খুঁজে পেতে বম্ব স্কোয়াড সহ আনা হয়েছে পুলিশ কুকুরও৷ পুলিশ সূত্রের খবর, শুক্রবার যখন হুমকি ফোনটি আসে তখন সবে স্কুলে এসে পৌঁছেছিল পড়ুয়ারা৷ স্কুলের সামনে লম্বা লাইন ছিল স্কুলবাসের৷ বোমাতঙ্ক ছডি়য়ে পড়তেই ওই চত্বরে শোরগোল পডে় যায়৷ এরপর পুলিশ এসে প্রায় ২ ঘণ্টা ধরে স্কুলে তন্ন তন্ন করে তল্লাশি চালায়৷ কিন্ত্ত সন্দেহজনক কোনও কিছুই মেলেনি বলে খবর৷
উল্লেখ্য, এই প্রথম নয়, এর আগেও দিল্লির একাধিক স্কুলে বেশ কয়েক বার বোমাতঙ্কের ঘটনা ঘটেছিল৷ গত এপ্রিল মাসে দক্ষিণ দিল্লির সাকিব নগর এলাকার একটি স্কুলে হুমকি ইমেল এসেছিল৷ কিন্ত্ত কোনও ক্ষেত্রেই বোমা বা বিস্ফোরক কিছু মেলেনি৷ সুরক্ষিত ছিল পড়ুয়ারা৷