গত ২ দিনে ১০টি বিমানে বোমার হুমকি, বৈঠক ডাকল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক
গত দু'দিনে একের পর এক বিমান বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি। জানা গিয়েছে, গত দুই দিনে অন্ততপক্ষে ১০টি উড়ানে বোমাতঙ্ক দেখা দেয়। ব্যাহত হয় যাত্রী পরিষেবা। যদিও সবকটি ক্ষেত্রেই এই হুমকি ভুয়ো বলে জানা গিয়েছে। তবে এই ধরনের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ায় নড়েচড়ে বসেছে কেন্দ্র। বোমাতঙ্কের জেরে বুধবার উচ্চপর্যায়ের বৈঠক ডাকল অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক।