বিহারে গঙ্গায় উল্টে গেল নৌকা, ৩ জনের দেহ উদ্ধার, নিখোঁজ বেশ কয়েকজন

বিহারের কাটিহার জেলায় গঙ্গায় ডুবে গেল যাত্রী বহনকারী নৌকা। এই দুর্ঘটনায় নৌকায় থাকা সকলেই নদীতে পড়ে যান। নৌকাডুবির খবর জানাজানি হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডুবুরিদের সাহায্যে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয় সূত্রে খবর, নৌকাটিতে প্রায় ১৮ জন বসে ছিলেন, যাদের মধ্যে কেউ কেউ সাঁতরে বেরিয়ে এসেছেন। তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিছু যাত্রী এখনও নিখোঁজ।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাটিহার জেলার আহমেদাবাদ থানা এলাকার গাদাই দিয়ারা এলাকায় যাত্রী ভর্তি নৌকাটি ডুবে যাওয়ার ঘটনাটি ঘটেছে। নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ছিল। সেই কারণে নদীর স্রোতে নৌকাটি ডুবে যায়। নৌকাটিতে মোট ১৮ জন ছিল, যার মধ্যে ৭ জন নদী থেকে সাঁতরে বেরিয়ে এসেছিলেন। প্রায় ১০ জন জলে ডুবে যান। ডুবুরিরা এখন পর্যন্ত ৩ জনের মৃতদেহ উদ্ধার করেছেন। ডুবুরিরা বাকিদের খোঁজ চালাচ্ছেন।

মণিহারির মহকুমা শাসক কুমার সিদ্ধার্থ, মহকুমা পুলিশ আধিকারিক মনোজ কুমার, আমদাবাদ থানার আইসি কুন্দন কুমার সহ প্রশাসনের অন্য কর্তারা উদ্ধার কাজ তদারকি করছেন। এসডিআরএফ ও গ্রামবাসীও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। তবে নদীর স্রোত ও গভীরতার জন্য সেই কাজে বেগ পেতে হচ্ছে।


পুলিশ জানিয়েছে, প্রাণপুর, বুধনগর এবং কিষাণপুর গ্রামের কিছু লোকের আত্মীয়স্বজন ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের বাসকোল গ্রামে রয়েছেন। পরিবারের একজন মারা গিয়েছিলেন। এই সমস্ত লোকেরা তাঁর শেষকৃত্যে যোগ দিতে যাচ্ছিলেন। সেই সময় এই দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এবং ডুবুরিদের দল বর্তমানে উদ্ধার অভিযানে যুক্ত রয়েছে। যাঁদের মৃতদেহ পাওয়া গিয়েছে, তাঁদের পরিবারকে জানানো হচ্ছে।

ঘটনাস্থলের কাছে ইতিমধ্যেই অনেক লোক জড়ো হয়ে যায়। ভিড় সামলে ডুবুরিদের সাহায্যে উদ্ধার অভিযান শুরু করে পুলিশ। পুলিশ জানিয়েছে, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে বেশি লোক ছিল। সেই কারণে এই দুর্ঘটনা ঘটেছে। জেলাশাসক মহেশকুমার মিনা জানিয়েছেন, উদ্ধারকাজ এখনও শেষ হয়নি। কী ভাবে দুর্ঘটনা হল, তা খতিয়ে দেখা হচ্ছে।