ফের রক্তাক্ত মণিপুর , দুই জঙ্গি গোষ্ঠীর লড়াইয়ের নিহত কমপক্ষে ৫
হিংসাত্মক ঘটনার জেরে ফের অশান্ত মণিপুর। শনিবার সকালে জিরিবাম জেলায় দুই জঙ্গি গোষ্ঠীর লড়াইয়ে নিহত কমপক্ষে পাঁচ জন। পুলিশ সূত্রে খবর, একজনকে ঘুমের মধ্যে গুলি করে হত্যা করা হয়। অন্যদিকে মনিপুরের পাহাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে গুলি বিনিময় শুরু হয়। এর জেরে নিহত হন চারজন সশস্ত্র জঙ্গি। এই পরিস্থিতিতে শনিবার থেকে জঙ্গি ডেরার সন্ধানে চিরুনি তল্লাশি শুরু করেছে মণিপুর পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। ধ্বংস করা হয়েছে জঙ্গিদের তিনটি বাঙ্কার।