• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

সেনার গোলাবারুদের কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পুডে় মৃত্যু কর্মীর

মুম্বই, ২৭ জানুয়ারি– শনিবার সকালে হঠাৎই ভারতীয় সেনার গোলাবারুদের কারখানা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে৷ মুহুর্তে ধরে যায় আগুন৷ ঘটনায় প্রাণ হারান এক কর্মী৷ বিস্ফোরণের নেপথ্য কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত৷ সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মহারাষ্ট্রের ভান্ডারায় অবস্থিত এই কারখানায় বিস্ফোরণের আগুনেই ঝলসে মৃতু্য হয় বছর বাহান্নর অবিনাশ মেশ্রামের৷ জানা গিয়েছে, ভারতীয় সেনা এবং অন্যান্য সরকারি

মুম্বই, ২৭ জানুয়ারি– শনিবার সকালে হঠাৎই ভারতীয় সেনার গোলাবারুদের কারখানা ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে৷ মুহুর্তে ধরে যায় আগুন৷ ঘটনায় প্রাণ হারান এক কর্মী৷ বিস্ফোরণের নেপথ্য কারণ খুঁজতে শুরু হয়েছে তদন্ত৷

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, মহারাষ্ট্রের ভান্ডারায় অবস্থিত এই কারখানায় বিস্ফোরণের আগুনেই ঝলসে মৃতু্য হয় বছর বাহান্নর অবিনাশ মেশ্রামের৷ জানা গিয়েছে, ভারতীয় সেনা এবং অন্যান্য সরকারি বাহিনীর জন্য গোলাবারুদ তৈরি হয় এই কারখানায়৷ বোমায় ব্যবহার হওয়ার তার তৈরির কাজ করছিলেন অবিনাশ, সেই সময়ই বিস্ফোরণটি ঘটে৷ তিনি দিনের প্রথম শিফ্টে কাজ করার সময়ই বিস্ফোরণ ঘটে৷ ফলে আত্মরক্ষার কোনও পথ পাননি তিনি৷ জানা গিয়েছে সেই সময় ওই বিভাগে তিনি একা থাকায় আর কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি৷

কারখানা কর্তৃপক্ষের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, এদিন সকাল ৮.১৫ নাগাদ ভান্ডারার HEX বিভাগ থেকে ভয়ংকর বিস্ফোরণের শব্দ পাওয়া যায়৷ সেই বিকট আওয়াজ শুনে সেখানে ছুটে আসেন অন্য বিভাগের কর্মীরা৷ তারা গিয়ে দেখতে পান অবিনাশ অচেতন অবস্থায় পড়ে আছে৷ সঙ্গে সঙ্গে তাকে কারখানারই হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷ তবে এদিন কীভাবে বিস্ফোরণ ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷ এর কারণ জানতে তিন সদস্যের একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে৷

ভান্ডারার এসপি লোহিত মাতানি জানান, ওই কর্মীর পরিবারকে আর্থিক সাহায্য এবং পেনশন পাইয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ৷ তবে ভারতের অর্ডিন্যান্স কারখানার মতো সুরক্ষিত স্থানে কিভাবে এমন বিস্ফোরণের ঘটনা ঘটল এবং কর্মীর মৃতু্য হল তাতে অন্য কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ইতিমধ্যে৷