• facebook
  • twitter
Wednesday, 30 October, 2024

ফের জ্বলল মণিপুর, বিশ্ববিদ্যালয়ের বিস্ফোরণ, প্রাণ গেল এক পড়ুয়ার, আহত বহু

ইম্ফল, ২৪ ফেব্রুয়ারি– মণিপুরে এবার রক্তাক্ত শিক্ষাঙ্গন৷ শুক্রবার রাতে বিস্ফোরণ ঘটানো হল ইম্ফলের একটি বিশ্ববিদ্যালয়ে৷ জানা গেছে, বিস্ফোরণে মৃতু্য হয়েছে এক পড়ুয়ার৷ জখম অনেক৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ সূত্রের খবর, ইম্ফলের পশ্চিমে ধানমঞ্জুরি (ডিএম) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত অল ইন্ডিয়া মণিপুর স্টুডেন্টস্ ইউনিয়নের (এএমএসইউ) কার্যালয়ের সামনেই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে৷ প্রাণ হারান বছর চব্বিশের

ইম্ফল, ২৪ ফেব্রুয়ারি– মণিপুরে এবার রক্তাক্ত শিক্ষাঙ্গন৷ শুক্রবার রাতে বিস্ফোরণ ঘটানো হল ইম্ফলের একটি বিশ্ববিদ্যালয়ে৷ জানা গেছে, বিস্ফোরণে মৃতু্য হয়েছে এক পড়ুয়ার৷ জখম অনেক৷ হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে৷ সূত্রের খবর, ইম্ফলের পশ্চিমে ধানমঞ্জুরি (ডিএম) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে অবস্থিত অল ইন্ডিয়া মণিপুর স্টুডেন্টস্ ইউনিয়নের (এএমএসইউ) কার্যালয়ের সামনেই বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে৷ প্রাণ হারান বছর চব্বিশের ওইনাম কেনেগি নামের এক যুবক৷ বিস্ফোরণে আহত আরও একজনের চিকিৎসা চলছে৷ তাঁর অবস্থা আশঙ্কাজনক৷ এদিকে ঘটনার পরই বিশ্ববিদ্যালয় চত্বরে পৌঁছে যায় বোম্ব স্কোয়াড৷ প্রাথমিক তদন্ত শেষে জানা গেছে, বিস্ফোরণ ঘটাতে আইইডি ব্যবহার করা হয়েছিল৷ এখনও পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ৷
গত বছর ৩ মে মেইতি ও কুকি জনগোষ্ঠীর মধ্যে শুরু হওয়া দাঙ্গার রেশ এখনও বর্তমান গোটা মণিপুর জুড়ে৷ মেইতেই গোষ্ঠীকে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার পূর্ববর্তী রায়ের পরেই বিক্ষোভে আগুন জ্বলে ওঠে উত্তর-পূর্ব ভারতের ছোট্ট এই পার্বত্য রাজ্যে৷ মণিপুর গোটা দেশের রাজনীতিতে প্রতিবাদের ঝড় তুলে দেয়৷ মেইতেই গোষ্ঠীকে তফসিলি উপজাতির মর্যাদা দিতে রাজ্য সরকারকে সুপারিশ করেছিল আদালত৷ এরপরেই আদালতের নির্দেশের বিরুদ্ধে কুকি সম্প্রদায় প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে৷ যাকে কেন্দ্র করে কয়েক মাস ধরে রক্তাক্ত হিংসায় মেতে ওঠে দুই সম্প্রদায়৷ মণিপুরের ওই অশান্তিতে এখনও পর্যন্ত ২০০ জনের মৃতু্য ও কয়েক হাজার মানুষ ঘরছাড়া হন৷ উল্লেখ্য গত অক্টোবরে মণিপুরের আদিবাসী সংগঠনগুলিকে ২৭ মার্চের নির্দেশের বিরুদ্ধে আদালতে আর্জি জানাতে বলেছিল হাইকোর্ট৷ সেইমতো অল মণিপুর আদিবাসী সংগঠন আদালতে নতুন করে নির্দেশ খারিজের আবেদন জানায়৷