তীব্র দহনে কালো জোব্বা পরা থেকে আইনজীবীদের ছাড় দিলেন প্রধান বিচারপতি

নিজস্ব প্রতিনিধি– তীব্র দহনে পুড়ছে শরীর৷ হালকা পোশাকে বাড়ির বাইরে যেতে বলছেন চিকিৎসকরা৷ পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াস পার করেছে অনেক জায়গায়৷ এই গরমে বাডি় থেকে বেরনোই যেন দায়৷ এমন পরিস্থিতিতে সুতির পোশাক পরে বাডি় থেকে বেরনোর পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা৷ তবে আইনজীবীদের সে উপায় নেই৷ গলা বন্ধ সাদা কলার, টাই, লম্বা হাতা সাদা পোশাক, জোব্বা পরতেই হয় তাঁদের৷ আইনজীবীদের কথা ভেবে বড়সড় সিদ্ধান্ত নিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি৷ শুক্রবার একটি বিশেষ বিবৃতি জারি করেছে কলকাতা হাইকোর্ট৷ ওই বিবৃতিতে জানানো হয়েছে যে, ‘আইনজীবীদের আপাতত এই আবহাওয়ায় কালো জোব্বা পরতে হবে না৷ বর্তমানে রাজ্যের তাপমাত্রার কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত৷ আগামী জুন মাসে আদালতের গ্রীষ্মাবকাশ শেষ হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে’৷ আইনজীবীদের মোটা কালো জোব্বাটি মূলত সিল্কের হয়৷ গরমে ওই পোশাকটি যে চূড়ান্ত অস্বস্তিকর, সে বিষয়ে কোনও সন্দেহ নেই৷ চিকিৎসকরা এই গরমে নরম সুতির পোশাক পরার পরামর্শ দিয়েছেন৷ তাই এই সিল্কের পোশাক স্বাস্থ্যের পক্ষেও ভালো নয়৷ আইনজীবীরা আদালত চত্বরে ঘোরাফেরার সময় তা খুলে রাখেন ঠিকই৷ তবে এজলাসের ভিতরে ওই পোশাক পরা ছাড়া কোনও উপায় নেই আইনজীবীদের৷ পোশাক বারবার খোলা পরার ক্ষেত্রে সমস্যা হতে পারে৷ বারবার অস্বস্তির কথা বহু আইনজীবী কলকাতা হাইকোর্টে জানিয়েছিলেন৷ সে কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত প্রধান বিচারপতির৷ এই সিদ্ধান্ত কে স্বাগত জানিয়েছেন বৈদূর্য ঘোষালদের মত আইনজীবীরা৷ শুক্রবার কলকাতা হাইকোর্টের জারি করা নির্দেশিকায় বলা হয়েছে “তাপপ্রবাহের সঙ্গে উগ্র আবহাওয়ার কথা মাথায় রেখে রেখে অ্যাডভোকেট গাউন পরা থেকে অব্যাহতি দেওয়া হল গরমের ছুটির শেষ অর্থাৎ ১০ জুন, ২০২৪ পর্যন্ত৷ ” নির্দেশিকা অনুযায়ী ২৭ মে থেকে কলকাতা হাইকোর্টে গরমের ছুটি শুরু হওয়ার কথা৷ ছুটি চলবে ৭ জুন, শুক্রবার পর্যন্ত৷ সোমবার ১০ জুন ফের শুরু হবে হাইকোর্টের কাজ৷ এর মধ্যে বিশেষ অবকাশকালীন বেঞ্চে বিভিন্ন জরুরি মামলার শুনানি চলবে৷ অর্থাৎ আপাতত আদালতে কালো কোট পরে এক এজলাস থেকে আরেক এজলাসে ছুটোছুটি থেকে মুক্তি পেলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা৷