দিল্লি, ২২ মে– আসানসোল লোকসভা কেন্দ্র থেকে তাঁকে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি৷ কিন্তু সেই সময় তা প্রত্যাখ্যান করেছিলেন ভোজপুরি গায়ক-অভিনেতা পবন সিং৷ পরে, তিনি বিহারের কারাকাট লোকসভা আসনে নির্দল প্রার্থী হন৷ মজার বিষয় হল, এই কেন্দ্রে পবন সিং ছাড়াও, তাঁর মা প্রতিমা সিংও নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন৷ বুধবার সেই পবন সিংকেই বরখাস্ত করল গেরুয়া শিবির৷
এই কেন্দ্র থেকে এনডিএ-র প্রার্থী হয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোক মোর্চার প্রধান, উপেন্দ্র কুশওয়া৷ গায়কের এই কার্যে বেজায় ক্ষুব্ধ বিজেপির কেন্দ্রীয় নেতারা৷
এনডিএ মনোনীত প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসাবে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রেক্ষিতে, তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে৷ এদিন, বিজেপির বিহার শাখার পক্ষ থেকে পবন সিংকে একটি চিঠি পাঠানো হয়েছে৷ চিঠিতে বলা হয়েছে, ‘আপনি এনডিএ-এর সরকারি প্রার্থীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন৷ আপনার এই কাজ দল বিরোধী, দলীয় শৃঙ্খলা লঙ্ঘনকারী এবং এতে দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে৷’ চিঠিতে আরও বলা হয়েছে, বিহার বিজেপির সভাপতি, সম্রাট চৌধুরীই পবন সিংকে দল থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন৷ এর আগে, আসানসোলের বর্তমান তৃণমূল কংগ্রেস সাংসদ, শত্রুঘ্ন সিনহার বিরুদ্ধে তাঁকে প্রার্থী করেছিল বিজেপি৷ তবে, তাঁকে প্রার্থী করা নিয়ে তীব্র সমালোচনার মুখে পডে়ছিল গেরুয়া শিবির৷ তৃণমূল কংগ্রেস অভিযোগ করে, তার কিছু গানের ভিডিয়োয়, মহিলাদের, বিশেষ করে বাঙালি মহিলাদের অত্যন্ত অশোভন এবং অশ্লীল ভাবে দেখানো হয়েছে৷
এরপর, পবন সিং নিজেই আসানসোল থেকে প্রার্থী হতে অস্বীকার করেছিলেন৷ তবে, এর পিছনে তিনি কোনও কারণ দেখাননি৷ পরে ১৩ মার্চ, কারাকাট থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা করেন৷ সেই সময়, সোশ্যাল মিডিয়ায় এই ভোজপুরী নায়ক-গায়ক জানিয়েছিলেন, তিনি তাঁর মা, সমাজ এবং জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পালন করতেই লোকসভা নির্বাচনে লড়ছেন৷