দিল্লি, ১৭ ফেব্রুয়ারি– লোকসভা নির্বাচনের আগে গোটা দেশের ১৫০০০ প্রতিনিধিকে নিয়ে নেতাদের মুখোমুখি হলেন বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব৷ শনিবার থেকে শুরু হল বিজেপি নীতি নির্ধারক কমিটির অধিবেশন৷ দু দিন ধরে চলবে সেই অধিবেশন৷ লোকসভা ভোট নিয়ে রণকৌশল চূড়ান্ত করা হতে পারে এই বৈঠকে৷ গোটা দেশের প্রায় ১১৫০০ প্রতিনিধি উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে৷ বৈঠকের শুরুতেই ভাষণ দেন জে পি নাড্ডা আর রবিবার সমাপ্তি বক্তৃতা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ দিল্লির ভারত মণ্ডপমে বৈঠকটি শুরু হয়৷
সশরীরে উপস্থিত না থাকলেও পেপটকের মাধ্যমে দলের নেতাকর্মীদের বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সেই বার্তায় ছিল ১০০ দিনের টাস্ক৷ দলের রাষ্ট্রীয় অধিবেশনে দলের পদাধিকারীদের মোদি বললেন, আর ১০০ দিন সময় হাতে৷ এই ১০০ দিন প্রাণপাত করে পরিশ্রম করতে হবে৷ যে করেই হোক ৩৭০ আসনের লক্ষ্যমাত্রায় পৌছতেই হবে৷
মাস ঘুরলেই লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করবে নির্বাচন কমিশন৷ এবারে দল হিসাবে ৩৭০ আসনে পৌঁছানোর টার্গেট নিয়েছে বিজেপি৷
বিজেপির রাষ্ট্রীয় অধিবেশনে মূলত তিনটি টোটকা দিয়েছেন প্রধানমন্ত্রী৷ তাঁর প্রথম টার্গেট যুব সমাজ৷ প্রধানমন্ত্রী এদিন বলে দেন, আগামী ১০০ দিন দলের কর্মীদের প্রাণপাত করতে হবে৷ গ্রামে গ্রামে যেতে হবে৷ প্রথম ভোটারদের কাছে যেতে হবে৷ তাঁদের বোঝাতে হবে, গত ১০ বছরে বিজেপি কী কী করেছে৷ আর তার আগের ১০ বছরে কী সঙ্গীন অবস্থা হয়েছিল, সেটা তুলে ধরতে হবে৷
মোদির দ্বিতীয় টার্গেট, মহিলা ভোটাররা৷ নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর টোটকা, বিজেপি কীভাবে মেয়েদের জীবনযাত্রা সহজ করার চেষ্টা করছে তা তুলে ধরতে হবে৷ তাছাড়া মহিলাদের জন্য কীভাবে রোজগারের ব্যবস্থা করেছে বিজেপি, সেটাও তুলে ধরতে হবে৷ লক্ষ্য রাখতে হবে, যাতে সিংহভাগ মহিলাদের ভোট বিজেপি পায়৷ প্রধানমন্ত্রীর তৃতীয় টোটকা হল, দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসনের প্রচার৷