কংগ্রেস নেতা রাহুল গান্ধি বৃহস্পতিবার গুজরাতের সুরাটে এক মানহানি সংক্রান্ত মামলায় আদালতে হাজিরা দেন। উল্লেখ্য বিগত সাধারণ নির্বাচনের সময় রাহুল গান্ধি এক জনসভায় প্রশ্ন তুলেছিলেন, হতবিল তছরূপের সঙ্গে যুক্ত সকল ব্যক্তির পদবি কেন মােদি? রাহুল গান্ধির এই বক্তব্যের পরে গুজরাতের এক বিধায়ক পূর্ণেশ মােদি রাহুলের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন। আদালতে হাজিরার জন্য চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বি এইচ কাপাডিয়া সমন ইস্যু করেন।
এদিন আদালতে হাজির হয়ে রাহুল গান্ধি ‘তিনি নির্দোষ বলে হলফনামা দাখিল করেন’। রাহুল আদালতে জানান, তাঁর রাজনৈতিক বিরােধী দলের সদস্য সরকারের বিরুদ্ধে সমালােচনা বন্ধ করতেই তাঁকে চুপ করানাের চেষ্টা করছেন। রাহুলের আইনজীবী ব্যক্তি হাজিরা থেকে রেহাই দেওয়ার আর্জি জানান। কিন্তু বিপক্ষের আইনজীবী আপত্তি জানান। পরবর্তী শুনানির দিন বিষয়টির নিষ্পত্তির কথা ঘােষণা করেন। তবে পরবর্তী শুনানির দিন রাহুল গান্ধির উপস্থিত থাকার প্রয়ােজন নেই বলেও বিচারক জানান।