• facebook
  • twitter
Sunday, 5 January, 2025

দিল্লি নির্বাচনে একাই লড়বে বিজেপি

দিল্লিতে দীর্ঘদিন ধরেই বহু বিহারী বসবাস করেন। তাঁদের মন পেতে ২০২০ সালে বিহারের দুই জোটসঙ্গী জনতা দল ইউনাইটেড এবং এলজেপিকে মোট ৩ আসন ছাড়ে বিজেপি।

ফাইল চিত্র

কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে। যে কোনো সময় দিল্লি নির্বাচনের দিন ঘোষণা করে দিতে পারে নির্বাচন কমিশন। আম আদমি পার্টি ইতিমধ্যেই প্রতিটি আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এতদিনে গা ঝাড়া দিয়ে উঠলো গেরুয়া শিবির। তবে এবারে আর শরিকদের নিয়ে নয়, দিল্লি নির্বাচনে একাই লড়বে বিজেপি। এমনই ইঙ্গিত দিলেন দিল্লি বিজেপির রাজ্য সভাপতি বীরেন্দ্র সচদেব। ২০২০ বিধানসভা নির্বাচনে বিহারের দুই শরিককে দিল্লিতে আসন ছেড়েছিল বিজেপি। এবার বিজেপি কাউকে আসন ছাড়ছে না বলেই খবর।

দিল্লি বিধানসভা নির্বাচনের আপাতত দেড় মাস বাকি থাকলেও আপ কিন্তু জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। ৭০ টি আসনের প্রতিটি প্রার্থী জনসংযোগের কাজ করছেন বলে জানা গেছে। কংগ্রেস অর্ধেক আসনে প্রার্থী দিয়ে দিয়েছে। সেদিক থেকে কিছুটা পিছিয়ে আছে বিজেপি। এখন তারা কোনও আসনেই প্রার্থী ঘোষণা করতে পারেনি। তার অন্যতম কারণ জোটশরিকদের সঙ্গে আসনরফার নিয়ে সদর্থক আলোচনা না হওয়াকেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

দিল্লিতে দীর্ঘদিন ধরেই বহু বিহারী বসবাস করেন। তাঁদের মন পেতে ২০২০ সালে বিহারের দুই জোটসঙ্গী জনতা দল ইউনাইটেড এবং এলজেপিকে মোট ৩ আসন ছাড়ে বিজেপি। নীতীশ কুমারের জেডিইউকে দুটি আসনে টিকিট দেওয়া হয়। ১টি আসনে লড়ে এলজেপি। এবারও সেই পরিস্থিতি তৈরি হয়েছে। বিহারের জোটসঙ্গীরা এবারও দিল্লিতে আসনে তাদের প্রার্থী দিতে চেয়েছিলো। বিজেপির কাছে আসন চেয়েছিল অজিত পওয়ারের দল এনসিপিও।

কিন্তু শরিকদের অনুরোধ পত্রপাট খারিজ করে দিয়েছে বিজেপি। কারণ গত নির্বাচনে খাতা খুলতে পারেনি শরিকরা। বিজেপিকে উড়িয়ে দিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে আপ। তাই কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে বিজেপি একাই লড়বে দিল্লি নির্বাচনে। বিজেপির একাধিক বড় মুখ ভোট ময়দানে নামতে চলেছেন বলে শোনা যাচ্ছে।