এতদিন নিশ্চুপ থাকার পর এবার দিল্লি নির্বাচনের আগে কেজরিওয়ালের বিরুদ্ধে তোপ দাগলো বিজেপি। আপ সরকারের বিরুদ্ধে ‘আরোপপত্র’ প্রকাশ করে এক দশকে প্রতিশ্রুতি পালনে ব্যর্থ বলে অভিযোগ করা হয়েছে। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর এবং দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব রীতিমতো সাংবাদিক বৈঠক করে এ কথা জানান। বসে থাকেননি প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। যাবতীয় অভিযোগের জবাব সপাটে দিয়েছেন তিনি।
এর আগে আপ সুপ্রিমো দিল্লি সরকারের কাজের ‘মার্কশিট’ প্রকাশ করেছিলেন। সেখানে দিল্লিবাসীর জন্য তারা কী কী করেছিলেন সেই বিষয়টি তুলে ধরেছিলেন। এরই জবাব দিতে গিয়ে অনুরাগ ঠাকুর বলেন, ‘কেজরিওয়াল দিল্লির স্কুলগুলিকে বিশ্বমানের গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু দু’লক্ষেরও বেশি শিশু এখনও শিক্ষা থেকে বঞ্চিত ৷ ২৪ ঘণ্টা বিশুদ্ধ এবং বিনামূল্যে জলের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আসল ছবিটা হচ্ছে আজ দিল্লির হাজার হাজার পরিবার টাকা খরচ করে ট্যাঙ্কার থেকে জল কিনতে বাধ্য হচ্ছে।’ সেই সঙ্গে তিনি আরও বলেন, ‘দিল্লির বায়ু এবং যমুনা নদীর দূষণ নিয়ন্ত্রণেও আপ সরকার শোচনীয় ভাবে ব্যর্থ আপ।
দুর্নীতি প্রসঙ্গেও আপকে ছেড়ে কথা বলেননি অনুরাগ, তাঁর অভিযোগ ‘কেজরী-সহ আট মন্ত্রী এবং ১৫ জন বিভিন্ন ফৌজদারি মামলায় গ্রেফতার হয়েছেন।’
এই অভিযোগের পরপরই চুপ করে বসে থাকেননি কেজরিওয়ালও। সংবাদ সংস্থাকে তিনি জানান, ‘বিজেপির সামনে কোনও দিশানির্দেশ নেই। তাই তারা এইসব করছে। বিদ্যুৎ, জল, মহিলাদের যাতায়াত, রাস্তা এবং আরও অনেক বিষয়ে দিল্লিবাসীদের জন্য আপ সরকার কাজ করেছে। আর বিজেপি নিয়ন্ত্রিত কেন্দ্রীয় সরকারের হাতে দিল্লির আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রয়েছে। কিন্তু তাদের কার্যকলাপে দিল্লি অপরাধের কেন্দ্র হয়ে উঠেছে।’