উত্তর প্রদেশ-রাজস্থান উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির

উত্তর প্রদেশ এবং রাজস্থান উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। বৃহস্পতিবার সকালে এক্স হ্যান্ডেলে রাজস্থান ও উত্তর প্রদেশ উপনির্বাচনের প্রার্থী তালিকা প্রকাশ করে গেরুয়া শিবির। রাজস্থানের চোরাসি আসন থেকে লড়ছেন করিলাল নানোমা।

এর আগে ১৯ অক্টোবর রাজস্থানের বেশ কয়েকটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছিল বিজেপি। দৌসার থেকে লড়ছেন জগমোহন মীনা, ঝুনঝুনু থেকে রাজেন্দ্র ভাম্ভু, রামগড় থেকে সুখবন্ত সিং, দেওলি-উজিয়ারা থেকে রাজেন্দ্র গুর্জর, খিনভসার থেকে রেবন্ত রাম ডাঙ্গা এবং সালুম্বর থেকে শান্তা দেবী মীনা।

উত্তর প্রদেশে উপনির্বাচনে বিজেপি কুন্দারকি থেকে রামবীর সিং ঠাকুর, গাজিয়াবাদ থেকে সঞ্জীব শর্মা এবং খয়ের থেকে সুরেন্দ্র দিলারকে প্রার্থী করেছে। এছাড়া কারহাল থেকে লড়ছেন অনুজেশ যাদব, ফুলপুর থেকে লড়ছেন দীপক প্যাটেল, কাটেহারি থেকে লড়ছেন ধর্মরাজ নিষাদ এবং মাহজওয়ান থেকে লড়ছে সুচিস্মিতা।


সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ায় কারহাল আসনটি খালি হয়। সপা প্রার্থী তেজপ্রতাপ সিং যাদব ইতিমধ্যেই এই আসন থেকে মনোনয়ন পত্র জমা দিয়েছেন। মীরাপুর আসনটি জোটসঙ্গী রাষ্ট্রীয় লোক দলের (আরএলডি) জন্য ছেড়েছে বিজেপি।

সম্প্রতি উত্তর প্রদেশের দুই উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য ও ব্রজেশ পাঠক এবং সঞ্জয় নিষাদ দিল্লিতে গিয়েছিলেন প্রার্থী ঠিক করার জন্য। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে দেখা করে আসনগুলির প্রার্থীদের নিয়ে আলোচনা করেন তাঁরা।

উত্তর প্রদেশ বিধানসভায় ১০টি আসন খালি ছিল। এর মধ্যে ৯টি আসনে আগামী ১৩ নভেম্বর উপনির্বাচন হচ্ছে। ভোটগণনা আগামী ২৩ নভেম্বর। এলাহাবাদ হাইকোর্টে ইলেকশন পিটিশন থাকায় বহু প্রতীক্ষিত মিল্কিপুর আসনে নির্বাচন আপাতত হচ্ছে না।