মাঝরাতে অকারণে মন্দির খোলার আদেশ। রাজি না হওয়ায়, মন্দিরের পুরোহিতকেই মারধরের অভিযোগ উঠল বিজেপি বিধায়কের ছেলের বিরুদ্ধে। মধ্যপ্রদেশের বিখ্যাত চামুণ্ডা দেবী মন্দিরের ঘটনা। ইন্দোরের বিজেপি বিধায়ক গোলু শুক্লার পুত্র রুদ্রাক্ষ শুক্লা ও তার সঙ্গীরা মিলেই এই ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ। সূত্রের খবর, বিধায়কের ছেলে রাত পৌনে একটা নাগাদ রীতিমতো কনভয় নিয়ে হাজির হন মন্দির চত্বরে। সব মিলিয়ে দশ-বারোটি গাড়ি। বিধায়কের ছেলের সঙ্গে তার কিছু বন্ধু বান্ধবও ছিল। রাতে মন্দির এমনিতেই বন্ধ থাকে। অভিযোগ, এই সময়ে রুদ্রাক্ষর এক সঙ্গী জিতেন্দ্র রঘুবংশী দাবি করেন, মন্দিরের দরজা খুলতে হবে। মন্দিরের দরজা পুরোহিত না খোলায়, পুরোহিতকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ।
এই ঘটনায় ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। যদিও বিজেপি বিধায়কের ছেলের নামে কোনও অভিযোগ দায়ের হয়নি। কেন এফআইআর-এ রুদ্রাক্ষ শুক্লার নাম নেই, তা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। পুরোহিতের দাবি, থানায় অভিযোগ দায়েরের পর থেকেই বারংবার ফোনে হুমকি পেয়েছেন। এফআইআর তুলে নেওয়ার জন্য তাঁকে শাসানো হয়েছে। কিন্তু অভিযোগ তুলতে রাজি নন পুরোহিত। এই ঘটনায় এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ হাতে এসেছে। ফুটেজ খতিয়ে দেখে তারপর কড়া পদক্ষেপ করা হবে।