• facebook
  • twitter
Saturday, 26 April, 2025

পুণ্য অর্জনে কুম্ভফেরত মহিলার পা টিপলেন বিজেপি বিধায়ক

সোনভদ্র জেলার রবার্টসগঞ্জের হিন্দুওয়ারি তিরাহায় বিজেপি বিধায়ক ভূপেশ চৌবে একটি পরিষেবা শিবিরের আয়োজন করেছেন।

মহাকুম্ভ মেলায় আসা ভক্তদের সেবা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন বিভিন্ন স্থানে ক্যাম্প স্থাপন করেছে। সেখানে ভক্তদের খাবার দেওয়া হচ্ছে। উত্তর প্রদেশের সোনভদ্র জেলার বিভিন্ন জায়গায়ও ক্যাম্প স্থাপন করা হয়েছে। ওই জেলার রবার্টসগঞ্জে শিবির তৈরি করেছে বিজেপির কর্মীরা। সেখানে বিজেপি বিধায়কদের ভক্তদের সেবা করতে দেখা যাচ্ছে। তেমনই একটি ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে বিজেপি বিধায়ককে একজন বয়স্ক মহিলা ভক্তের পা টিপে দিতে দেখা যাচ্ছে।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, বিজেপি বিধায়ক ভক্তদের গাড়ি থামিয়ে সেখান থেকে ওই মহিলাকে নামিয়ে ক্যাম্পে নিয়ে আসেন। তাঁকে সেবা ক্যাম্পে নিয়ে আসতে দেখা যায়। এরপর তিনি মহিলাকে খিচুড়ি দেন এবং পা টিপে দেন। পরিবারের সঙ্গে প্রয়াগরাজ মহাকুম্ভে স্নান সেরে বাড়ি ফিরছিলেন ওই মহিলা। সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি তিনদিনের পুরনো বলে জানা গিয়েছে।

সোনভদ্র জেলার রবার্টসগঞ্জের হিন্দুওয়ারি তিরাহায় বিজেপি বিধায়ক ভূপেশ চৌবে একটি পরিষেবা শিবিরের আয়োজন করেছেন। সেখানে প্রয়াগরাজ মহাকুম্ভে আগত ভক্তদের বিস্কুট, চা, জল ও খিচুড়ি দেওয়া হচ্ছে। শিবিরে ভক্তদের সেবায় ব্যস্ত বিজেপি কর্মীরা। তিন দিন আগে বিধায়ক ভূপেশ চৌবে শিবিরে পৌঁছে ভক্তদের সেবা শুরু করেন। সেই সময় ভক্তদের একটি গাড়ি সেখানে থামে। মহাকুম্ভ থেকে সঙ্গম স্নান সেরে বাড়িতে ফিরছিলেন তাঁরা। গাড়িতে একজন বয়স্ক মহিলাও ছিলেন।

বিধায়ক ভূপেশ চৌবে বৃদ্ধ মহিলাকে দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গাড়ির কাছে পৌঁছে যান। তিনি মহিলাকে গাড়ি থেকে নামিয়ে ক্যাম্পে নিয়ে আসতে সাহায্য করেন। বিধায়ক মহিলাকে চেয়ারে বসিয়ে পা টিপে দেন। মহিলাকে খিচুড়িও খাওয়ান। বিধায়ক বৃদ্ধ মহিলার স্বাস্থ্যের কথাও জিজ্ঞাসা করেন। ওই মহিলা জানান, পরিবারের সঙ্গে পুণ্যস্নান সেরে বাড়ি ফিরছিলেন তিনি। বিধায়কের সেবার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। চৌবের পাশাপাশি ঘোড়াওয়ালের বিধায়ক অনিল মৌর্যও শিবিরের ব্যবস্থা দেখছেন।