• facebook
  • twitter
Friday, 22 November, 2024

মধ্যপ্রদেশে ৭টি মেয়র পদ হাতছাড়া বিজেপির, পিছিয়ে সিন্ধিয়া, নরেন্দ্র সিং তোমররাও 

মধ্যপ্রদেশের ১৬টি পুরনিগমের মেয়র পদের ৭টি হাতছাড়া হল বিজেপির। এর মধ্যে ৫টি জিতেছে কংগ্রেস। একটি জিতেছে আম আদমি পার্টি। একটি জিতেছেন নির্দল প্রার্থী।

মধ্যপ্রদেশের ১৬টি পুরনিগমের মেয়র পদের ৭টি হাতছাড়া হল বিজেপির। এর মধ্যে ৫টি জিতেছে কংগ্রেস। একটি জিতেছে আম আদমি পার্টি। একটি জিতেছেন নির্দল প্রার্থী।

এই ফল দেখে রাজনীতিকীদের মত বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে মধ্যপ্রদেশের পুর নির্বাচনে বড়সড় ধাক্কা খেল বিজেপি।

পুরনিগমের নির্বাচনে গত দু’দশকের মধ্যে সবচেয়ে খারাপ ফল করল গেরুয়া শিবির।

শেষবার মধ্যপ্রদেশের পুর নির্বাচন হয়েছিল ২০১৪ সালে। সেবারে এই ১৬টি মেয়র পদেই জিতেছিলেন বিজেপি প্রার্থীরা। কিন্তু এবারে তাঁরা আটকে গেল ৯টি আসনেই।

এমনকি দুই কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার ঘরের মাঠ গোয়ালিয়র, আরেক কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমরের নিজের গড় জব্বলপুর এবং মধ্যপ্রদেশ বিজেপির প্রদেশ সভাপতি ভিডি শর্মার নিজের কেন্দ্র মোরেনাও হাতছাড়া হয়েছে।

গোয়ালিয়রে কংগ্রেস জিতেছে প্রায় ৫ দশক বাদে। জব্বলপুরেও ২৩ বছর বাদে মেয়র পদ হাতছাড়া হয়েছে বিজেপির।