• facebook
  • twitter
Monday, 23 December, 2024

কেন্দ্রের বিজেপি সরকার পরীক্ষার আবেদনপত্রেও জিএসটি নিচ্ছে: প্রিয়াঙ্কা

ভদ্রা বলেন যে, বাবা মা তাঁদের জীবনে অনেক আত্মত্যাগের মাধ্যমে ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে বড় করে তোলেন চাকরির পরীক্ষার প্রস্তুতি জন্য। কিন্তু বিজেপি সরকার তাঁদের সেই স্বপ্নকে রোজগারের উৎস হিসেবে কাজে লাগায়।

ছবি: এএনআই

‘অগ্নিবীর’ সহ যেকোনও চাকরির পরীক্ষায় ফর্ম পূরণের সময় জিএসটি নিচ্ছে কেন্দ্র সরকার। সোমবার কংগ্রেসের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা বিজেপি-র নেতৃত্বাধীন এনডিএ সরকারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ করেছেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭১ হাজারের বেশি নতুন চাকরির নিয়োগপত্র প্রদানের একঘন্টা পর এই বিবৃতি দিয়েছেন কংগ্রেস সাংসদ তথা রাজীব তনয়া।

এদিন সামাজিক মাধ্যমে কেরলের ওয়েনাড়ের সাংসদ পোস্ট করেন,’বিজেপি দেশের যুবকদের চাকরি দিতে পারে না, কিন্তু চাকরির পরীক্ষার ফর্ম পূরণের সময় তাঁদের কাছ থেকে ১৮ শতাংশ জিএসটি নিয়ে কাঁটা ঘায়ে নুনের ছিঁটে দিয়ে ক্ষত সৃষ্টি করে। এই জিএসটি “অগ্নিবীর” সহ প্রতিটি কেন্দ্র সরকারের চাকরির পরীক্ষায় সংগ্রহ করে থাকে।’

তিনি সরকারের শাসনব্যবস্থাকে কটাক্ষ করে বলেন, এভাবে ফর্ম ফিলাপের পর সরকারি ব্যর্থতার জেরে যদি প্রশ্নপত্র ফাঁস হয়, অথবা যদি কোনও দুর্নীতি হয়, তাহলে বেকার যুবকদের দেওয়া সেই টাকা নষ্ট হয়ে যায়। ভদ্রা বলেন যে, বাবা-মা তাঁদের জীবনে অনেক আত্মত্যাগের মাধ্যমে ছেলেমেয়েদের লেখাপড়া শিখিয়ে বড় করে তোলেন চাকরির পরীক্ষার প্রস্তুতি জন্য। কিন্তু বিজেপি সরকার তাঁদের সেই স্বপ্নকে রোজগারের উৎস হিসেবে কাজে লাগায়। কংগ্রেসের সংসদীয় সদস্য প্রিয়াঙ্কা তাঁর এই পোস্টের সঙ্গে কেন্দ্র সরকারের দেওয়া  একটি সরকারি চাকরির পরীক্ষার বিজ্ঞাপন শেয়ার করেন। যেখানে ফর্ম পূরণের সময় আবেদনকারীদের ১৮ শতাংশ জিএসটি প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। সেই চাকরি প্রার্থীদের মধ্যে তফসিলী জাতি ও উপজাতিদেরকেও জিএসটি দেওয়ার কথা বলা হয়েছে।

উল্লেখ্য, কংগ্রেস সহ ‘ইন্ডিয়া’ জোটের অন্যান্য শরিক দলগুলি দেশের বেকারত্ব নিয়ে কেন্দ্র সরকারকে বারবার আক্রমণ করেছে। কংগ্রেসের সর্ব ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গে নরেন্দ্রমোদীর নেতৃত্বাধীন সরকারের আমলে বেকারত্ব নিয়ে ভর্ৎসনা করেছেন এবং কেন্দ্রের শাসকদলের এটি একটি চূড়ান্ত অভিশাপ বলে দাবি করেছেন।