বিজেপি সরকারের ফিরতি উপহার জনগণকে, কটাক্ষ কংগ্রেসের

কংগ্রেস মুখপাত্র পবন খেরা (Photo: IANS)

স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ০.১ শতাংশ কমানাের সিদ্ধান্তের কটাক্ষ করলাে কংগ্রেস। সেই সঙ্গে এই প্রস্তাব প্রত্যাহারের দাবি জানাল বিরােধী দল। চলতি বাজেট অধিবেশনে বিষয়টি ভােলা হবে বলে আজ জানিয়েছেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা।

মােদি সরকারকে কটাক্ষ করে তিনি জানিয়েছেন, লােকসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা ও জনসমর্থন নিয়ে ক্ষমতায় ফেরার জন্য জনগণকে ফিরতি উপহার দিল শাসক গােষ্ঠী। শুক্রবার এনডিএ সরকার এনএসসি, পিপিএফ সহ বেশ কয়েকটি স্বল্প সঞ্চয় প্রকল্পে সুদের হার কমিয়েছে।

শনিবার কংগ্রেস মুখপাত্র পবন খেরা সাংবাদিক সম্মেলনে জানান, ইতিহাসে খুব কম সরকার মােদি সরকারের মতাে এমন বিপুল জনাদেশ পেয়েছে। কিন্তু যে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের ওপর সংখ্যাগরিষ্ঠ মানুষ নির্ভর করেন তার সুদের হার কমিয়ে দিয়ে মানুষকে শাস্তি দিল এই সরকার। সরকারের এটাই রিটার্ন গিফট দেশবাসীর জন্য।