ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন, বিধায়ক তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বিধায়ক ত্রিপুরার অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী রামপ্রসাদ পাল সহ অন্যান্যরা।
সোমবার শুরু হল ভারতের রাষ্ট্রপতি নির্বাচন প্রক্রিয়া। বিজেপি তথা এন ডি এ প্রার্থী দ্রৌপদী মুর্মুর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে বিরোধী দলের প্রার্থী যশবন্ত সিনহা।
সোমবারই ঠিক হয়ে যাবে আগামী পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি ভবনের কার ঠিকানা স্থায়ী হবে।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেন,১৯৯৮ সাল থেকে যতগুলি রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে তিনি ভোট দিয়ে আসছেন। সুদীপ রায় বর্মন ওনার পছন্দের রাষ্ট্রপতি প্রার্থীকে ভোট দিয়েছেন বলে জানান।
এদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি সকলকে তিনি ধন্যবাদ জানান উনারা এত সুন্দর একজন রাষ্ট্রপতি পদপ্রার্থী পছন্দ করেছেন।
বিজেপি তথা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু উনার কর্মজীবনে বিভিন্ন পথ হয়ে আজকে এই জায়গায় পৌঁছেছেন।
প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্পূর্ণ আশাবাদী বিজেপি তথা এনডিএ প্রার্থী দ্রৌপদী মুর্মু বিশাল ভোটের ব্যবধানে রাষ্ট্রপতি পদে জয়ী হবেন।