• facebook
  • twitter
Friday, 20 September, 2024

১৫ বছর পর ‘বিজেপি ঘরে’ ফিরবে বিজেডি!

কটক, ৭ মার্চ– লোকসভা ভোটের আগে রোজ নতুন-নতুন চমক দেখাচ্ছে কেন্দ্রীয় শাসকদল বিজেপি৷ মহারাষ্ট্র থেকে শুরু করে বিহার, একের পর এক রাজ্যে চলছে বিরোধীদের গেরুয়া শিবিরে আসার পালা৷ এবার খবর, লোকসভা নির্বাচনের আগেই বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে ওডি়শার শাসক দল বিজু জনতা দল৷ জোট নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি৷ যদি এই জল্পনা

কটক, ৭ মার্চ– লোকসভা ভোটের আগে রোজ নতুন-নতুন চমক দেখাচ্ছে কেন্দ্রীয় শাসকদল বিজেপি৷ মহারাষ্ট্র থেকে শুরু করে বিহার, একের পর এক রাজ্যে চলছে বিরোধীদের গেরুয়া শিবিরে আসার পালা৷ এবার খবর, লোকসভা নির্বাচনের আগেই বিজেপির সঙ্গে হাত মেলাতে পারে ওডি়শার শাসক দল বিজু জনতা দল৷ জোট নিয়ে আলোচনা প্রায় চূড়ান্ত, শুধু ঘোষণা বাকি৷ যদি এই জল্পনা সত্যি হয়, তবে ১৫ বছর পর আবার এনডিএ-তে ফিরতে পারে বিজেডি৷ সূত্রের খবর, ওডি়শার জাজপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভার পরই বিজেপি ও বিজেডির মধ্যে জোট নিয়ে আলোচনা শুরু হয়েছে৷ ভুবনেশ্বর ও দিল্লিতে বেশ কয়েক দফায় বৈঠক হয়েছে৷

উল্লেখ্য, ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল অবধি এনডিএ জোটেই ছিল বিজেডি৷ ওডি়শার মুখ্যমন্ত্রী হওয়ার আগে, ১৯৯০-র দশকে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটে কেন্দ্রীয় মন্ত্রীও ছিলেন নবীন পট্টনায়ক৷ ২০০৮ সালে কান্দামাল দাঙ্গার পরই জোট ছেডে় বেরিয়ে যান নবীন৷

সম্প্রতিই মুখ্যমন্ত্রী তথা বিজেডি প্রধান নবীন পট্টনায়ক দলের সঙ্গে আসন্ন লোকসভা ও বিধানসভা নির্বাচন নিয়ে বৈঠকে বসেছিলেন৷ এরপরই জল্পনা যে দুই দলের মধ্যে হয়তো জোট নিয়ে আলোচনা চূড়ান্ত হয়ে গিয়েছে, অপেক্ষা শুধু আনুষ্ঠানিক ঘোষণার৷ ওই বৈঠক প্রধান বিরোধী দলের সঙ্গে জোটের ইঙ্গিত ছিল বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ প্রসঙ্গত, ২০০৯ সালে এনডিএ জোট থেকে বেরিয়ে এলেও, কেন্দ্রে বিজেপির প্রতি সুর নরমই রেখেছিল বিজেডি৷ বিভিন্ন ইসু্যতে বিজেপির পাশেই দাঁড়াতে দেখা গিয়েছিল তাদের৷ ২০১৯ সালে রাজ্যসভা নির্বাচনে বিজেপি প্রার্থী অশ্বিনী বৈষ্ণবকেও সমর্থন জানিয়েছিল বিজেডি৷ ওডি়শায় মোট ২১টি লোকসভা আসন রয়েছে৷ সূত্রের খবর, বিজেপি এর মধ্যে ১৪টি আসন দাবি করেছে৷ তবে শেষ অবধি বিজেপি ১১-এ এবং বিজেডি ৯টি আসনে লড়তে পারে৷ বর্তমানে ওডি়শার ৮টি লোকসভা আসন বিজেপির দখলে, বিজেডির হাতে রয়েছে ১২টি আসন৷ কংগ্রেসের হাতে রয়েছে মাত্র ১টি আসন৷ ষষ্ঠবারের জন্য মুখ্যমন্ত্রী হওয়াই লক্ষ্য নবীন পট্টনায়কের৷ বিজেডির দাবি, তারা ১২৮টিরও বেশি আসনে জয়ী হবে৷