কোভিড পর্বে অনাথ হওয়া শিশুর ভবিষ্যতের সুরক্ষার কথা মাথায় রেখে শাসক দলের সাংসদ অমর পট্টনায়েক কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পােখরিয়ালকে কেন্দ্রীয় বিদ্যালয়ে ওই শিশুদের ফ্রি অ্যাডমিশনের বিষয়টি বিবেচনা করে দেখার আর্জি জানিয়েছেন।
তিন কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে জানিয়েছেন, করােনা পর্বে হঠাৎ করেই শিশুরা অভিভাবকবীন হয়ে পড়েছে। একেবারে ছােট্ট শিশু থেকে পাঁচ ছ’বছরের শিশুদের ভবিষ্যতের কথা ভেবে দেখা উচিত।
মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক ইতিমধ্যে ওই শিশুদের জন্য একাধিক স্কিমের ঘােষণা করেছেন। ফ্রি এডুকেশন ও মাসিক ভাতা দেওয়া হবে। শিশু গুলাে যে শুধু অনাথ হয়ে পড়েছে তাই নয়, বাড়িঘর নেই, খাবার পয়সা নেই, জল কেনার পয়সা নেই, জামাকাপড়ের পয়সা নেই। তারা এটাও বুঝে উঠতে পারছে না যে, তারা অভিভাবকবীন হয়ে পড়েছে।
তিনি বলেন, কেন্দ্রীয় বিদ্যালয়ে ভর্তির জন্য কোটা ও নির্দিষ্ট নম্বরের বদলে ওই অনাথ শিশুগুলাের অভিভাবকের মৃত্যু সংক্রান্ত শংসাপত্র দেখে ফ্রি অ্যাডমিশন দেওয়া হােক।