বিট কয়েনের দাম উঠেছে ৬০ হাজার ডলারে

Crypto currency background with various of shiny silver and golden physical cryptocurrencies symbol coins, Bitcoin, Ethereum, Litecoin, zcash, ripple.

দুই বছরের মধ্যে বিট কয়েনের দাম সর্বোচ্চ পর্যায়ে উঠেছে৷ বর্তমানে ক্রিপ্টোকারেন্সির দাম ৬০ হাজার ডলারে উঠে গেছে৷ মার্কিন স্পট বিট কয়েন এক্সচেঞ্জ ট্রেডেড পণ্যে বিনিয়োগ বৃদ্ধির জেরে বিট কয়েনের এই মূল্যবৃদ্ধি৷ কেবল চলতি মাসেই এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সির দাম ৪২ শতাংশ বেড়েছে৷
এর ফলে ২০২০ সালের ডিসেম্বর মাসের পর চলতি ফেব্রুয়ারি মাসে বিট কয়েনের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হতে যাচ্ছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে৷

বুধবার বিট কয়েনের দাম ৮ শতাংশ বেড়ে ৬১ হাজার ২৭২ ডলারে উঠে যায়৷ ২০২১ সালের নভেম্বর মাসের পর যা সর্বোচ্চ৷ তখন বিট কয়েনের দাম প্রায় ৭০ হাজার ডলার পর্যন্ত উঠেছিল৷ সাপ্তাহিক হিসাবে ২১ ফেব্রুয়ারি–পরবর্তী সপ্তাহে বিট কয়েনের সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হতে যাচ্ছে৷ সেদিনের পর বিট কয়েনের দাম বেড়েছে ১৮ দশমিক ৫ শতাংশ৷

এপ্রিল মাসে বাজারে ক্রিপ্টোকারেন্সির সঞ্চালন কমে যাবে, সে কারণে বিনিয়োগকারীরা এখন বিট কয়েনে হুমড়ি খেয়ে পড়ছেন৷ সেই সঙ্গে চলতি বছর যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বেশ কয়েকবার নীতি সুদহার হ্রাস করবে বলে যে খবর চাউর হয়েছে, তার পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীরা এখন যেসব সম্পদে বিনিয়োগ করে বেশি মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে, সেসব সম্পদে বিনিয়োগ করছেন৷


মার্কিন সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) চলতি বছরের শুরুতে ইটিএফের মাধ্যমে বিট কয়েনে বিনিয়োগের অনুমোদন দিয়েছে৷ এর ফলে বিনিয়োগকারীরা এখন থেকে প্রথাগত পদ্ধতিতে বিট কয়েনে বিনিয়োগ করতে পারছেন৷ বলা হচ্ছে, এই অনুমোদন ক্রিপ্টেকারেন্সির জগতে যুগান্তকারী ঘটনা৷ এর মধ্য দিয়ে বিট কয়েনে প্রথাগতভাবে বিনিয়োগ করার সুযোগ সৃষ্টি হওয়ায় মানুষও এতে বিনিয়োগ করতে উৎসাহী হচ্ছেন৷

দিকে আরেক ক্রিপ্টো এক্সচেঞ্জ কয়েনগেকোর তথ্যানুসারে, বাজারে যত বিট কয়েন চালু আছে, তার মূল্য চলতি মাসেই প্রথম দুই ট্রিলিয়ন বা দুই লাখ কোটি ডলার ছাড়িয়েছে৷ সেই সঙ্গে বিট কয়েনের দাম গত চার মাসে দ্বিগুণ হয়েছে৷

ইটিএফের মাধ্যমে বিট কয়েনে বিনিয়োগের অনুমোদন দেওয়ার পর অনেক প্রতিষ্ঠান এখন বিট কয়েনে বিনিয়োগ করছে৷ সবচেয়ে জনপ্রিয় তিনটি ইটিএফ, অর্থাৎ গ্রে স্কেল, ফিডেলিটি ও ব্ল্যাকরকের বিনিময় বেড়ে গেছে৷ গত সোম ও মঙ্গলবার এই ৩ ফান্ডের ১১০ মিলিয়ন বা ১১ কোটি শেয়ার হাতবদল হয়েছে৷
এদিকে সফটওয়্যার প্রতিষ্ঠান ও ক্রিপ্টো খাতের বিনিয়োগকারী মাইক্রো স্ট্র্যাটেজি সম্প্রতি ৩ হাজার বিট কয়েনে ১৫ কোটি ৫০ লাখ ডলার বিনিয়োগ করেছে৷ একই সঙ্গে সামাজিক মাধ্যম রেডিট ক্রিপ্টো জগতে প্রবেশ করেছে৷ বিট কয়েনের পাশাপাশি তারা ইথার কিনেছে৷ এদিকে বিট কয়েনের পাশাপাশি ইথারের দামও বেড়েছে৷