বেঙ্গালুরু, ৭ ফেব্রুয়ারি– অযোধ্যার রামমন্দিরে বিরাজমান হয়েছেন রামলালা৷ এবার সেই রামলালাই যেন চলে গেলেন কৃষ্ণা নদীর গভীরে৷ সেখান থেকে উদ্ধার হয়েছে এক বিষ্ণুমূর্তি এবং শিবলিঙ্গ৷ কর্ণাটকে সেতু নির্মাণের সময় মূর্তিগুলি পাওয়া গিয়েছে৷ কিন্তু আশ্চর্যের বিষয় হল উদ্ধার হওয়া বিষ্ণুমূর্তির সঙ্গে অযোধ্যার রামলালার নাকি প্রচুর মিল খুঁজে পেয়েছেন স্থানীয়রা৷ তেলেঙ্গানা-কর্নাটক সীমানায় রাইচুর জেলার দেবাসুগুর গ্রামের কাছে একটি সেতু তৈরির কাজ চলছিল৷ নির্মাণকাজ চলাকালীনই কৃষ্ণা নদী থেকে কয়েক শতক পুরনো বিষ্ণুর মূর্তিটি উদ্ধার করা হয়৷ সঙ্গে মিলেছে শিবলিঙ্গও৷ পাথরের খোদাই করা মেটে রঙের বিষ্ণুমূর্তিটি অযোধ্যার রামের বিগ্রহের মতো বলেই দাবি স্থানীয়দের৷ দু’টি মূর্তিই উদ্ধারের পর ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া)-এর হাতে তুলে দেওয়া হয়েছে৷