• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

বিষ্ণোইয়ের ভাইয়ের মাথার দাম ১০ লক্ষ টাকা, ঘোষণা করল এনআইএ

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত হয়েছে জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই। এই বছরের শুরুতে বলিউড অভিনেতা সলমন খানের মুম্বইয়ের বাসভবনের বাইরে ঘটে যাওয়া একটি শুটিংয়ের ঘটনার সঙ্গে জড়িত আনমোল বিষ্ণোইকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এনআইএ। 

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি তথা এনআইএ-র মোস্ট ওয়ান্টেড তালিকায় যুক্ত হয়েছে জেলে থাকা গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই। এই বছরের শুরুতে বলিউড অভিনেতা সলমন খানের মুম্বইয়ের বাসভবনের বাইরে ঘটে যাওয়া একটি শুটিংয়ের ঘটনার সঙ্গে জড়িত আনমোল বিষ্ণোইকে ধরতে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে এনআইএ। 

 
আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে এপ্রিলে অভিনেতা সলমন খানের মুম্বইয়ের বাসভবনের বাইরে গুলি চালানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে রয়েছে। তাঁকে সন্ত্রাসবিরোধী সংস্থার মোস্ট ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। আনমোল বিষ্ণোইয়ের বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ রয়েছে। মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি খুনের সঙ্গেও আনমোলের যোগ রয়েছে বলে মনে করা হচ্ছে। তদন্তকারীরা জানতে পেরেছেন, সিদ্দিকির শুটারদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বিষ্ণোইয়ের ভাই। চলতি মাসেই খুন হয়েছেন মহারাষ্ট্রের এনসিপি নেতা বাবা সিদ্দিকি। তাঁর খুনের দায়ভার নিয়েছে জেলবন্দি গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দল। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, খুনের পরিকল্পনা থেকে শুরু করে যাবতীয় কারসাজি আনমোলের। ভানু এবং লরেন্স বিষ্ণোই পাঞ্জাবের ফাজিলকার বাসিন্দা। দুজনকেই এই মামলায় ওয়ান্টেড আসামি হিসেবে দেখানো হয়েছে।লরেন্স বিষ্ণোই বর্তমানে গুজরাটের সবরমতীর একটি কারাগারে বন্দি রয়েছেন।
 
বাবা সিদ্দিকি হত্যার ঘটনায় এখনও পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল হত্যাকারী এখনো পলাতক। তার হদিশ পেতে মরিয়া  হয়ে উঠেছেন তদন্তকারীরা। এরই মধ্যে এনআইএ লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল ‘মোস্ট ওয়ান্টেড’ এর তালিকায় যুক্ত হল। তাঁর বিরুদ্ধে খুন, হুমকি দেখানো, জালিয়াতির মতো একাধিক অভিযোগ তো আছেই, বাবা সিদ্দিকির হত্যার ঘটনাতেও তার নাম এসেছে। ২০২২ সালে বিষ্ণোই ভাইদ্বয়-সহ নয়জন অভিযুক্তের বিরুদ্ধে এনআইএ একটি মামলাও নথিভুক্ত করেছিল, ‘বিশিষ্ট ব্যক্তিদের হত্যা, তহবিল সংগ্রহ, দিল্লি এবং দেশের অন্যান্য অংশে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড চালানোর জন্য যুবকদের নিয়োগ’ করার ষড়যন্ত্রের অংশ হওয়ার জন্য। ২০২২ সালে পাঞ্জাবের সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার খুনের সঙ্গে আনমোলের যোগসূত্র মেলে। আনমোলের বিরুদ্ধে মোট ১৮টি মামলা রয়েছে। মুম্বই পুলিশ আগেই তাঁর বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছিল। এবার তাঁর মাথার দাম ধার্য করল এনআইএ। তাঁর সম্পর্কে কোনও তথ্য জানাতে পারলে ১০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে, জানিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। 
 
জানা গিয়েছে, তিনি ভুয়ো পাসপোর্টের মাধ্যমে ভারত ছেড়েছেন। প্রথমে যান কেনিয়ায়, চলতি বছর তাঁকে শেষ বার দেখা যায় কানাডায়। তদন্তকারীদের ধারণা, আমেরিকা এবং কানাডা থেকে এখনও সক্রিয় আনমোল। সিদ্দিকিকে খুনের জন্য যে শুটারদের আনা হয়েছিল, তাঁদের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন আনমোল। ‘স্ন্যাপচ্যাটে’ তার প্রমাণও মেলে । সূত্রের খবর, শুটারদের তিনি সিদ্দিকির পুত্র জ়িশানের একটি ছবিও পাঠিয়েছিলেন ওই অ্যাপের মাধ্যমেই। অনুমান করা হচ্ছে, তাঁদের লক্ষ্য ছিলেন জ়িশানও।