• facebook
  • twitter
Friday, 17 January, 2025

রাতভর জন্মদিনের পার্টি , সকালে মিলল সেই পড়ুয়ার দেহ 

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক ছাত্রের আকস্মিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রবিবার সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলেই ২৯ বছরের ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, দেহ উদ্ধার হওয়ার কিছুক্ষণ আগেও বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিনের পার্টিতে হৈ -হুল্লোড় করেছিলেন তিনি। তার পরই কীভাবে হঠাৎ তাঁর মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে।

বেঙ্গালুরুর ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের এক ছাত্রের আকস্মিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। রবিবার সকালে ওই শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলেই ২৯ বছরের ওই ছাত্রের দেহ উদ্ধার করা হয়। জানা গিয়েছে, দেহ উদ্ধার হওয়ার কিছুক্ষণ আগেও বন্ধুদের সঙ্গে নিজের জন্মদিনের পার্টিতে হৈ -হুল্লোড় করেছিলেন তিনি। তার পরই কীভাবে হঠাৎ তাঁর মৃত্যু হল, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। সংবাদ মাধ্যমে প্রকাশ, মৃত ওই ছাত্রের নাম নিলয় কৈলাসভাই প্যাটেল। গুজরাতের বাসিন্দা নিলয় আইআইএমবি-এর দ্বিতীয় বর্ষের পোস্ট-গ্র্যাজুয়েট প্রোগ্রাম -এর ছাত্র ছিলেন।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ প্রথম হস্টেলের নিরাপত্তারক্ষীরা তাঁকে ক্যাম্পাস চত্ত্বরে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে হস্টেল কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। নিলয়কে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, হাসপাতালে আসার অনেক আগেই মৃত্যু হয়েছে যুবকের। 

প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে, খুব সম্ভবত জন্মদিনের পার্টির পর রবিবার ভোরে নিজের ঘরের দিকে যাচ্ছিলেন নিলয়। সেই সময়েই কোনওভাবে তিনতলা থেকে নীচে পড়ে যান তিনি। অনুমান করা হচ্ছে তখনই তাঁর মৃত্যু হয়। পুলিশের দাবি, নিলয়ের শরীরে কিছু হাল্কা আঘাত ও কালশিটের দাগ দেখা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই পুরো বিষয়টা স্পষ্ট হবে। ছাত্র আত্মহত্যা করতে পারেন বলে মনে করছেন না তদন্তকারীরা। তাদের মতে সে সংক্রান্ত কোনও প্রমাণ বা সুইসাইড নোট এখনও পাওয়া যায়নি। তবে ছাত্রটি সিড়ি থেকে পা পিছলে পড়ে যান,  নাকি তাঁকে পিছন থেকে কেউ ঠেলে ফেলে দেয় তা জানার চেষ্টা চলছে।

নিলয়ের বন্ধুরাও জানিয়েছেন, নিলয়ের মধ্যে হতাশ হওয়ার মতো কোনও লক্ষণ তাঁরা দেখেননি। তার ঠিক আগের দিনই নিজের জন্মদিন পালন করেন। তার পর যেভাবে নিলয়ের দেহ উদ্ধারের ঘটনা ঘটেছে, তাতে হতবাক এবং শোকস্তব্ধ তাঁর সহপাঠী ও শিক্ষকরা। হস্টেলে যাঁরা নিলয়ের সঙ্গে থাকতেন, তাঁরা জানিয়েছেন, নিলয়ের দেহ উদ্ধারের কিছুক্ষণ আগেও জন্মদিন উপলক্ষে অল্প কয়েকজন বন্ধুর সঙ্গে  আনন্দ করেছিলেন ।

কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, তাঁরা নিলয়ের পরিবারের পৌঁছানোর অপেক্ষায় রয়েছেন। পরিবারের সদস্যরা এলেই কর্তৃপক্ষের তরফে আনুষ্ঠানিকভাবে এই মামলায় অভিযোগ দায়ের করা হবে। এই  নিয়ে আইআইএম-বি -এর পক্ষ থেকে একটি বিবৃতি জারি করে শোকপ্রকাশ করে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে।

এদিকে বন্ধুদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে সম্প্রতি ক্যাম্পাসিংয়ে ফ্যাশন সংক্রান্ত ই-কমার্স ফার্মে চাকরি পেয়েছিলেন নিলয়। সোমবার থেকেই সেই কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তার মধ্যেই ঘটে গেল অঘটন।