এক সময়ে বাংলার শিক্ষা দপ্তরে দুর্নীতি নিয়ে নাম জড়িয়েছিল বাংলার। যা নিয়ে সারা রাজ্য থেকে গোটা দেশ জুড়ে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়। এবার বিজেপি ও জেডিইউ শাসিত বিহারেও সেই প্রতিচ্ছবি। কম যান না এখানকার শিক্ষা দপ্তরের কর্তারাও। এখানকার এক শিক্ষা আধিকারিকের বাড়ি থেকে উদ্ধার হয়েছে নোটের পাহাড়।
ইতিমধ্যে শিক্ষা দপ্তরের ওই ডিইও রজনীকান্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন ভিজিল্যান্স আধিকারিকরা। তবে শুধু তাঁর বাড়িতেই নয়, অভিযান চালানো হচ্ছে তাঁর আরও কয়েকটি ঠিকানাতেও।
বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে বেতিয়ার জেলা শিক্ষা আধিকারিক (ডিইও) রজনীকান্ত প্রবীণের বাড়িতে তল্লাশি চালায় ভিজিল্যান্স দল। সেখান থেকে উদ্ধার হয়েছে কোটি কোটি টাকা। দুটি ঘর থেকে উদ্ধার হয়েছে নগদ বেশ কয়েক কোটি টাকা। ওই ঘর দুটির খাটের ভিতর থেকে ৫০০, ১০০ এবং ২০০ টাকার বান্ডিল বান্ডিল নোট উদ্ধার হয়। উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও। তবে টাকার পরিমাণ ঠিক কত তা এখনও স্পষ্ট নয়। সেজন্য টাকা গোনার জন্য আনা হয়েছে মেশিন।
উল্লেখ্য, সম্প্রতি ওই ডিইও-র কাছে হিসাব বহিৰ্ভূত সম্পত্তি রয়েছে বলে অভিযোগ ওঠে। তাঁর বিরুদ্ধে একাধিক আর্থিক দুর্নীতির অভিযোগ করা হয়। সেই অভিযোগের বিষয়টি খতিয়ে দেখতে তদন্তে নামে রাজ্য ভিজিল্যান্স দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে তল্লাশি অভিযান।