মহাকুম্ভ থেকে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটল। বিহারের আরায় এক সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে। মহাকুম্ভে স্নান করে ফিরছিলেন তাঁরা। সেই সময় তাঁদের গাড়িটির সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহগুলি তাদের হেফাজতে নেয় এবং ময়নাতদন্তের জন্য পাঠায়। ভোজপুরের জগদীশপুর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনার পর থেকে শোকে ভেঙে পড়েছে মৃতদের পরিবার।
শুক্রবার সকালে আরার জগদীশপুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার সদস্য-সহ ছ’জনের মৃত্যু হয়েছে। পাটনার নিউ জক্কনপুর থানা এলাকার ছাপড়া কলোনিতে বসবাসকারী ওই ৬ জন একটি গাড়িতে করে মহাকুম্ভ স্নানের জন্য গিয়েছিলেন। সবাই স্নান সেরে ফিরছিলেন। দুলহানগঞ্জ এবং আরা-এর ইসাথির মধ্যে একটি গাড়ি এবং একটি ট্রাকের সংঘর্ষ হয়। এর ফলে গাড়িতে থাকা ৬ জনের সবাই ঘটনাস্থলেই মারা যান।
বলা হচ্ছে, গাড়িটি দ্রুত গতিতে চলছিল। সেই সময়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি কন্টেনার ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় সেটির। গাড়ির বনেট এবং ইঞ্জিন টুকরো টুকরো হয়ে যাওয়ায় গাড়ির গতি সহজেই অনুমান করা যায়। আশঙ্কা করা হচ্ছে, চালক হয়ত ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার পর থেকে ট্রাক চালক পলাতক। দুর্ঘটনার বিকট শব্দ শোনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
এর পর তাঁরা ঘটনাটি পুলিশকে জানান। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ৬ জন মারা গেছেন, যার মধ্যে ৪ জন মহিলা এবং ২ জন পুরুষ। নিহতরা হলেন সঞ্জয় কুমার (৬২), করুণা দেবী (৫৫), লালবাবু সিং (২৫), আশা কিরণ (২৮), প্রিয়ম কুমারী (২০) এবং জুহি রানি (২০)। নিহতদের মধ্যে একই পরিবারের চারজন সদস্য রয়েছেন।