• facebook
  • twitter
Thursday, 21 November, 2024

পুরীর মন্দির দর্শনে গিয়ে হাতাহাতিতে জড়ালেন বাঙালি পর্যটকরা 

পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে গন্ডগোল ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন একদল বাঙালি পর্যটক। পর্যটকদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এক পুলিশকর্মীকে মারধর করেন। অন্যদিকে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে পর্যটকদলের অভিযোগ, ওই পুলিশকর্মী তাঁদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। উভয় পক্ষের সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। বাঙালি পর্যটক দলের বিরুদ্ধে অভিযোগ, জগন্নাথ দর্শনে গিয়ে মন্দিরের নিয়ম ভাঙেন ওই পাঁচ বাঙালি পর্যটক।

Puri, June 14 (ANI): A view of Jagannath Temple on the eve of Devasnan Purnima or Snan Yatra, in Puri on Monday. (ANI Photo/ANI Pic Service)

পুরীর জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে গন্ডগোল ও হাতাহাতিতে জড়িয়ে পড়লেন একদল বাঙালি পর্যটক। পর্যটকদের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা এক পুলিশকর্মীকে মারধর করেন। অন্যদিকে ওই পুলিশকর্মীর বিরুদ্ধে পর্যটকদলের অভিযোগ, ওই পুলিশকর্মী তাঁদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করেন। উভয় পক্ষের সমস্ত অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। বাঙালি পর্যটক দলের বিরুদ্ধে অভিযোগ, জগন্নাথ দর্শনে গিয়ে মন্দিরের নিয়ম ভাঙেন ওই পাঁচ বাঙালি পর্যটক। পুলিশ কর্মী তখন তাঁদের বাধা দেওয়ায় তাঁকে মারধর করা হয়। দুই পক্ষই সিংহদ্বার থানায় পৃথকভাবে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

 
পুরীর মন্দিরে ঘটনাটি ঘটে শনিবার। পুলিশ সূত্রে খবর, ওই দিন বিকেলে মন্দির দর্শনে গিয়েছিল বাঙালি পর্যটকের দলটি।মন্দিরে প্রবেশের  সময় নিরাপত্তার দায়িত্বে থাকা গুপ্তেশ্বর রুত্রে নামে এক পুলিশকর্মীর সঙ্গে তাঁদের তর্কবিতর্ক শুরু হয়। সেই তর্ক গিয়ে দাঁড়ায় হাতাহাতিতে।অভিযোগ, সেই সময় বাঙালি পর্যটকের দল ওই পুলিশ কর্মীকে মারধর করে। এতে ওই পুলিশকর্মী আহত হন বলে স্থানীয় সূত্রে খবর।
 
জগন্নাথ মন্দিরের পুলিশের তরফে দাবি করা হয়েছে, ওই পুলিশকর্মী ঘণ্টিদ্বারে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। অভিযোগ, বাঙালি পর্যটকদের পাঁচ জনের দল মন্দিরের বেরোনোর দরজা দিয়ে ভিতরে প্রবেশের চেষ্টা করতে গেলে ওই পুলিশকর্মী তাঁদের বাধা দেন। অভিযোগ, তাঁর কথা না শুনেই তাঁরা ভিতরে প্রবেশের চেষ্টা করতেই তর্ক শুরু হয়।

তবে, পুলিশ কর্মীকে মারধরের ঘটনা অস্বীকার করেছে বাঙালি পর্যটকদল।  তাঁদের দাবি, ঘণ্টিদ্বারের প্রচন্ড ভিড় থাকায় তাঁরা আটকে পড়েছিলেন। সেই সময় দায়িত্বে থাকা ওই পুলিশকর্মী তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। 

উভয় পক্ষকেই থানায় ডেকে জিজ্ঞাসাবাদ কর হচ্ছে।  তদন্তকারী এক আধিকারিক জানিয়েছেন, প্রকৃত ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে।