জাতীয় পুরস্কারের মঞ্চে সেরা রূপটান শিল্পী হিসেবে নির্বাচিত হয়েছেন সোমনাথ কুণ্ড। অপরাজিত ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। পাশাপাশি অনীক দত্তর ছবি অপরাজিত ছবির জন্য সেরা প্রোডাকশন ডিজাইনারের পুরস্কারও জিতেছেন আনন্দ আঢ্য।
স্পেশাল মেনসন- ১) গুলমোহর (মনোজ বাজপেয়ী)
২) কাধিকান (মালয়ালি) (মিউজিক ডিরেক্টর সঞ্জয় সলিল চৌধুরি )
সেরা ছবি- আত্তাম (মালয়ালি)
সেরা বিনোদনমূলক ছবি- কান্তারা
সেরা তেলুগু ছবি- কার্তিকে ২
সের তামিল ছবি- পোন্নিয়ান সেলভান (পার্ট ১)
সেরা কন্নড়- কেজিএফ চ্যাপ্টার ১
সেরা বাংলা ছবি- কাবেরী অন্তর্ধান (কৌশিক গঙ্গোপাধ্যায়)
সেরা সঙ্গীত পরিচালক -প্রীতম (ব্রহ্মাস্ত্র)
সেরা পার্শ্ব গায়ক – অরিজিৎ সিং (ব্রহ্মাস্ত্র)
সেরা পার্শ্ব গায়িকা- বম্বে জয়শ্রী (সৌদি ভেল্লাক্কা)
সেরা গীতিকার- ফৌজা (নওশাদ সদর খান)
সেরা রূপটান (মেকআপ) শিল্পী- অপরাজিত (সোমনাথ কুণ্ডু)
সেরা প্রোডাকশন ডিজাইন – অপরাজিত (বাংলা)
সেরা অভিনেতা- ঋষভ শেট্টি (কান্তারা)
সেরা সহ-অভিনেতা- পবন রাজ মালহোত্রা (ফৌজা)
সেরা অভিনেত্রী- নিত্য মেনন (তামিল ছবি-তিরুচিত্রমবলম)
মানসী পারেখ ( গুজরাতি ছবি-কচ্ছ এক্সপ্রেস
সেরা সম্পাদনা- আত্তম (মালয়লম)
সেরা স্টান্ট কোরিয়োগ্রাফি- কেজিএফ ২
সেরা পরিচালক- উঁচাই (পরিচালক-সূরজ আর বারজাতিয়া)
সেরা নবাগত পরিচালক- ফৌজা (পরিচালক- প্রমোদ কুমার)
সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক ডিরেক্টর- এআর রহমান (পোন্নিয়ান সেলভান পার্ট-১)
মণিরত্নমের তামিল ঝুলির ছবিতে গিয়ে সর্বোচ্চ চারটি পুরস্কার। ‘ফৌজা’ ছবি জিতেছে তিনটি পুরস্কার, যার মধ্যে রয়েছে সেরা নবাগত পরিচালক, সেরা সহ-অভিনেতা এবং সেরা গীতিকারের পুরস্কার।