• facebook
  • twitter
Wednesday, 2 April, 2025

জাতীয় মঞ্চে মন জয় করল বাংলার গায়ক অরিজিৎ সিং, সেরা বাংলা সিনেমা কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘কাবেরী অন্তর্ধান’

চলচ্চিত্র জগতে ঘোষিত হল ৭০ তম জাতীয় পুরস্কার ‍বিজেতাদের নাম। জাতীয় চলচ্চিত্র উৎসবে চমক দিল ‍বাংলা। জাতীয় মঞ্চে মন জয় করল বাংলার গায়ক অরিজিৎ সিং। পাশাপাশি সেরা বাংলা সিনেমার সম্মান পেল কৌশিক গঙ্গোপাধ্যায়ের সিনেমা ‘কাবেরী অন্তর্ধান’। শুক্রবার ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা করল কেন্দ্রীয় তথ্য-সম্প্রচারক মন্ত্রক। বলিউড বনাম দক্ষিণের লড়াইয়ে ফের এগিয়ে থাকল দক্ষিণী সিনেমা।