ওড়িশায় কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস লাইনচ্যুত। ঘটনায় বাংলার এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ছুটির দিনে ঘটনাটি ঘটেছে কটকের কাছাকাছি নারগুন্ডি এলাকাতে। মৃত ওই ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়েছে। তাঁর নাম শুভঙ্কর রায়। তিনি কটকের এসসিবি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাঁর সঙ্গে আহত আরও দুইজন যাত্রী হাসপাতালে ভর্তি হন। সেখানে তাঁদের এখনও চিকিৎসা চলছে।
জানা গিয়েছে, এদিন সকাল ১১ টা ৫৪ মিনিটে ট্রেনটি লাইনচ্যুত হওয়ার পর ১১টি শীততাপ নিয়ন্ত্রিত কোচ বিশিষ্ট বাঙ্গালোর-কামাখ্যা এসি সুপারফাস্ট এক্সপ্রেস নারগুন্ডিতে লাইনচ্যুত হয়। এই ঘটনার জেরে আপৎকালীন তৎপরতায় বেশ কয়েকটি ট্রেনের গতিপথ পরিবর্তনের ঘোষণা করা হয়েছে।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন রেলের আধিকারিকরা। কমিটির জমা দেওয়া রিপোর্টে দুর্ঘটনার কারণ জানানো হবে। এদিকে দুর্ঘটনাগ্রস্ত রেলের যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য সেখানে একটি বিশেষ ট্রেন পাঠানো হয়েছে।