বাংলা ভ্যাকসিনের ডােজ অপচয় তাে করেইনি, উল্টে বাঁচিয়েছে। মে মাসে কেন্দ্রের পাঠানাে টিকার মধ্যে বাংলায় ১.৬১ লক্ষ ভ্যাকসিন উদ্বৃত্ত আছে। এটাকে বলে নেগেটিভ ওয়েস্টেজ’, যা শতাংশের হিসেবে মাইনাস ৫.৪৮। কেরলেও একই অবস্থা এখানেও ভ্যাকসিন বেঁচেছে ১.১০ লক্ষ।
এখানে নেগেটিভ ওয়েস্টেজ মাইনাস ৬.৩৭। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক দেশের সবকটি রাজ্যের টিকা বণ্টনের হিসেব সামনে আনার পর এমনই পরিসংখ্যান উঠে আসছে। ভ্যাকসিন অপচয়ের নিরিখে প্রথমেই রয়েছে ঝাড়খণ্ড।
গত মাসের ঝাড়খণ্ডে মােট ৩৩.৯৫ শতাংশ টিকা অপচয় হয়েছে, যা গােটা দেশের সর্বোচ্চ। এরপরেই রয়েছে ছত্তিশগড় (১৫.৭৯ শতাংশ), মধ্যপ্রদেশ (৭.৩৫ শতাংশ), পাঞ্জাব (৭.০৮ শতাংশ), দিল্লি (৩.৯৫ শতাংশ), রাজস্থান (৩.৯১ শতাংশ), মহারাষ্ট্র (৩.৫৯ শতাংশ)।
এভাবে টিকা নষ্ট হওয়া ঠিক নয় বলে মন্তব্য করা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। তবে এপ্রিল মাসের তুলনায় মে মাসে অনেক কম ভ্যাকসিন কেন্দ্র সরাহ করেছে। ৮৯৮.৭ লক্ষ টিকা গােটা দেশে সরবরাহ করা হয়েছে। মে মাসে সরবরাহ করা হয় ৬১০.৬ লক্ষ এপ্রিলের চেয়ে মে মাসে কম টিকা পাঠিয়েছিল রাজ্যগুলিকে কেন্দ্র।
ভ্যাকসিনের অপচয়ের নিরিখে শীর্ষে থাকা ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সােরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মােদিকে চিঠি লিখে জানান, তাদের রাজ্যের সমস্ত নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়া হােক। কারণ আর্থিক মন্দার মধ্য দিয়ে চলছে ঝাড়খণ্ড।