• facebook
  • twitter
Monday, 16 September, 2024

দেশের সেরা ১০ শিক্ষা প্রতিষ্ঠান তালিকায় চতুর্থ রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ সেন্টেনারি, ষষ্ঠ সেন্ট জেভিয়ার্স 

 দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় উঠে এসে বাংলার নাম উজ্জ্বল করল দুই পতিষ্ঠান। দিল্লির ভারত মণ্ডপমে প্রকাশিত হল এনআইআরএফ ২০২৪ এ দেশের সেরার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। এই তালিকায় সেরার সেরা কলেজের মধ্যে রয়েছে বাংলার দুটি কলেজ। একটি রামকৃষ্ণ মিশন

 দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় উঠে এসে বাংলার নাম উজ্জ্বল করল দুই পতিষ্ঠান। দিল্লির ভারত মণ্ডপমে প্রকাশিত হল এনআইআরএফ ২০২৪ এ দেশের সেরার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে এই তালিকা প্রকাশ করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। এই তালিকায় সেরার সেরা কলেজের মধ্যে রয়েছে বাংলার দুটি কলেজ। একটি রামকৃষ্ণ মিশন বিবেকান্দ সেন্টেনারি কলেজ, অন্যটি কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। সেরা ১০ ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানেও নিজের স্থান করে নিয়েছি বঙ্গের আইআইএম কলকাতা।

সোমবার যে সেরার সেরা বলে তালিকা প্রকাশ পেয়েছে তার মধ্যে প্রথম স্থানে রয়েছে দিল্লির হিন্দু কলেজ, দ্বিতীয় মিরান্দা হাউস, দিল্লি। তৃতীয়, দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ, চতুর্থস্থানে রামকৃষ্ণ মিশন বিবেকান্দ সেন্টেনারি কলেজ, পঞ্চম আত্মনাম সনাতম ধর্ম কলেজ দিল্লি, ষষ্ঠ স্থানে রয়েছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ, পিএসজির কৃষ্ণাম্মাল কলেজ ফর ওয়েমস, কোয়েম্বাটুর রয়েছে সপ্তমে, চেন্নাইয়ের লয়োলা কলেজ অষ্টমে, দিল্লির কিরোরি মাল কলেজ নবমে, দশম স্থানে রয়েছে দিল্লির লেডি শ্রীরাম কলেজ।

দেশের সেরা ১০ ম্যানেজমেন্ট শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় সবার ওপরে রয়েছে আইআইএম আমেদাবাদের নাম, দ্বিতীয় স্থানে রয়েছে আইআইএম ব্যাঙ্গালোর, তৃতীয় আইআইএম কোঝিকোড়, চতুর্থ স্থানে আইআইএম দিল্লি, পঞ্চম হয়েছে আইআইএম কলকাতা, ষষ্ঠ  আইআইএম  মুম্বই, সপ্তম আইআইএম  লখনউ, অষ্টম আইআইএম ইন্দোর, নবম এক্সেলারআই জামশেদপুর, দশে আইআইটি বম্বে।